ইউটিউবেই ৮০ লাখ ডলার আয়
শুধু ইউটিউব পেজের আয় থেকেই ৮০ লাখ ডলার পাচ্ছে ‘গ্যাংনাম স্টাইল’। গুগলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নিকেশ আরোরা জানিয়েছেন এ তথ্য। গত ডিসেম্বরে প্রথম ভিডিও হিসেবে এক বিলিয়ন ভিউ পেয়েছে ‘গ্যাংনাম স্টাইল’।
শিল্পী সাইয়ের জন্য তো বটেই, ইউটিউবের জন্যও এটা বড় সাফল্য। এ ছাড়া ডিজিটাল ডাউনলোড আর বিজ্ঞাপন থেকে আরও লাখ লাখ ডলার পাচ্ছেন সাই। এ ছাড়া কোরিয়ার সর্বোচ্চ সাংস্কৃতিক সম্মান ‘ওকগোয়ার অর্ডার অব কালচারাল মেরিট’ দেওয়া হয়েছে সাইকে। এএফপি।
No comments