মুক্তিযুদ্ধের ছবিতে ইমন
‘হৃদয়ে ৭১’ নামের একটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ইমন। ঢাকার অদূরে দোহারের কার্তিকপুর এলাকায় ২০ জানুয়ারি থেকে ছবির শুটিং শুরু হয়েছে বলে ইমন জানিয়েছেন।
২৮ জানুয়ারি পর্যন্ত সেখানে শুটিং চলবে। এরপর ছবির শুটিং শুরু হবে ঢাকায়। ছবি প্রসঙ্গে ইমন বলেন, ‘বেশ কয়েক বছর ধরেই চলচ্চিত্রে অভিনয় করছি। কিন্তু মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের চলচ্চিত্রে কাজ করার সুযোগ হয়নি। আমরা যারা এই প্রজন্মের, তারা কিন্তু মুক্তিযুদ্ধ দেখিনি। শুধু বইপত্র পড়ে, বিভিন্ন তথ্যচিত্র ও চলচ্চিত্র দেখে মুক্তিযুদ্ধের সময়টা উপলদ্ধি করার চেষ্টা করেছি। যে আয়োজনে ‘হৃদয়ে ৭১’ ছবিটি নির্মাণ করা হচ্ছে, তাতে মুক্তিযুদ্ধের সময়কার অবস্থা কিছুটা হলেও অনুধাবন করছি।’ এ ছবিতে ইমনের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা রোমানা। এর আগে তারা দু’জন পি এ কাজলের ‘গরীবের ভাই’ চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করেছিলেন।আনন্দকণ্ঠ ডেস্ক
No comments