যুক্তরাষ্ট্রে বিড়াল যখন হুমকি
যুক্তরাষ্ট্রে বন্য প্রাণীদের জন্য হুমকি হয়ে উঠেছে বিড়াল। তাদের আক্রমণে প্রতিবছর শত শত কোটি প্রাণী মারা যাচ্ছে। গবেষকদের মতে, ১৪০ থেকে ৩৭০ কোটি পাখি এবং ৬৯০ থেকে দুই হাজার ৭০ কোটি স্তন্যপায়ী প্রাণী প্রতিবছর বিড়ালের শিকার হয়।
যুক্তরাজ্যের নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, বুনো বিড়ালরাই সবচেয়ে বেশি প্রাণী হত্যা করে। তবে পোষা বিড়ালও অন্যান্য প্রাণীর জন্য বড় হুমকি। যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনা, সংঘর্ষ ও বিষক্রিয়ায় মৃত্যুবরণকারী প্রাণীদের তুলনায় বিড়ালের নখের আঘাতে বেশি প্রাণী প্রাণ হারায়। বিশ্বজুড়ে এ পর্যন্ত ৩৩টি প্রাণী প্রজাতির বিলুপ্তির জন্য বিড়াল দায়ী। বিবিসি।
No comments