৩০ হাজার ফুট উঁচুতে ব্যাকটেরিয়া
ভূপৃষ্ঠ থেকে ৩০ হাজার ফুট উঁচুতে ভাসমান ব্যাকটেরিয়া ও ছত্রাক জলবায়ুতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ঝড় নিয়ে গবেষণাকারী একদল বিজ্ঞানী এই বিস্ময়কর তথ্য পেয়েছেন।
প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে গত সোমবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, আকাশের অনেক উঁচুতে ভাসমান অণুজীবের এক বিশাল জগতের সন্ধান মিলেছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক অ্যাথানাসিওস নেনেস ও তাঁর সহযোগীরা এ গবেষণায় দেশটির জাতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের (নাসা) উড়োজাহাজ ব্যবহার করেন। তাঁরা ক্যারিবীয় এবং মধ্য-পশ্চিম আটলান্টিক মহাসাগর এলাকায় ভূপৃষ্ঠ থেকে প্রায় ছয় কিলোমিটার উঁচুতে বায়ুমণ্ডলের স্তরে (ট্রপোস্ফিয়ার) বিভিন্ন প্রজাতির অণুজীবের উপস্থিতি শনাক্ত করেন। লস অ্যাঞ্জেলেস টাইমস।
No comments