অন্যরকম
মুম্বাই ম্যারাথনে অংশগ্রহণকারীদের পানি, বিস্কুট ও মিষ্টি খাওয়ালেন বলিউড অভিনেতা সালমান খান। ভোর হতেই সালমান প্রতিযোগীদের জন্য খাবার নিয়ে হাজির হন।
২০ জানুয়ারি শুরু হওয়া এ দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে অনেক সেলিব্রেটি উপস্থিত থাকলেও সালমান তাঁদের চাইতে এক ধাপ এগিয়ে ছিলেন। সালমান তাঁর চিরপরিচিত বেপরোয়া হাবভাব ত্যাগ করে ঘটনাস্থলে একটি ল্যাম্পপোস্টের নিচে সাধারণ পোশাকে খাবার নিয়ে অংশগ্রহণকারীদের জন্য অপেক্ষা করছিলেন। প্রায় সকল অংশগ্রহণকারীই সালমানের হাত থেকে জলখাবার নেন। তাঁরা জানান, এ সময় ওই অভিনেতার আশপাশে কোন দেহরক্ষী ছিলেন না। তবে কিছুক্ষণ পরেই সেখানে ভিড় জমতে শুরু করে এবং সালমানের দেহরক্ষীরা তাঁকে সেখান থেকে সরিয়ে নেন। তার আগে সালমান প্রায় তিন ঘণ্টা সেখানে দাঁড়িয়ে ছিলেন। সালমানের এক বন্ধু বলেন, ‘শনিবার সালমান ঘরে বসে সময় কাটাচ্ছিলেন। তখন তাঁকে একজন ম্যারাথনের কথা বলেন। তিনি তখনই সেখানে যাবার সিদ্ধান্ত নেন। খবর ওয়েবসাইটের।
No comments