জামায়াতের হরতালে বিএনপির সমর্থন
জামায়াতের ডাকা হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার রাত সাড়ে আটটায় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এ সমর্থনের কথা জানান।
বিএনপির সমন্বয়ক ও স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের বরাত দিয়ে রিজভী আহমেদ জামায়াতের হরতালে সমর্থনের এ ঘোষণা দেন। তবে এ হরতালে বিএনপি মাঠে থাকবে কি না এ ব্যাপারে তিনি কিছু বলেননি। উল্লেখ্য, এর আগেও জামায়াতের হরতালে নৈতিক সমর্থন দিয়েছিল বিএনপি। এদিকে জামায়াতের ডাকা হরতালের প্রতি সমর্থন জানিয়েছে ১৮ দলীয় জোটের অন্য শরিক দলগুলোও।এ ব্যাপারে জানতে চাওয়া হলে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জনকণ্ঠকে বলেন, বুধবার জামায়াতকে তাদের পূর্বনির্ধারিত কর্মসূচী পালন করতে না দেয়ায় তারা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। যেহেতু জামায়াত একটি গণতান্ত্রিক দল, সেহেতু বিএনপি এই হরতালে সমর্থন জানিয়েছে। হরতালে বিএনপি মাঠে থাকবে কিনা এ ব্যাপারে রুহুল কবির রিজভী কিছুই বলেননি।
No comments