চট্টগ্রামে জামায়াত শিবিরের ঝটিকা তাণ্ডব ॥ ২ গাড়িতে আগুন
হরতালকে সামনে রেখে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে বুধবার রাতে চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকাসহ কয়েকটি স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাংচুর চালিয়েছে জামায়াত শিবির।
রাত পৌনে ৮টার দিকে এ তা-ব চালানো হয়। আকস্মিক এ তৎপরতায় ঐ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। যুদ্ধাপরাধীদের মুক্তি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধের দাবিতে বৃহস্পতিবার হরতাল আহ্বান করে জামায়াত-শিবির। নাশকতামূলক কিছু ঘটতে পারে এ আশঙ্কায় সতর্ক ছিল পুলিশ। দিনভর পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ। কিন্তু সন্ধ্যার পর পরিকল্পিতভাবে নগরীর কয়েকটি স্পটে নেমে পড়ে জামায়াত শিবিরের ক্যাডাররা। হরতালের সমর্থনে তারা ঝটিকা মিছিল বের করে। তবে নগরীর কয়েকটি স্পটে তাদের তৎপরতা থাকলেও ইপিজেড এলাকায় তারা ঘটায় গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা। রাত পৌনে ৮টার দিকে সেখানে পণ্যবাহী দুটি যানবাহনে আগুন দেয়া হয়। এর মধ্যে একটি বাস ও অপরটি পণ্যবাহী ট্রাক। এ ছাড়া ভাংচুর করা হয় অসংখ্য গাড়ি। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত অকুস্থলে ছুটে গিয়ে আগুন আয়ত্তে আনে। ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।
No comments