জীবজগ আমাদের ধারণার চেয়ে ছোট
জীবজগতে মোট প্রজাতির সংখ্যা কত? বিজ্ঞানী চার্লস ডারউইনকে আকৃষ্ট করেছিল এ প্রশ্ন। তাঁর অনুসারী জীববিজ্ঞানীরা কয়েক প্রজন্ম ধরে গবেষণা করে প্রজাতির সংখ্যা ১০ কোটি পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন।
তবে এ যুগের একদল বিজ্ঞানী মনে করেন, প্রাণী ও উদ্ভিদ মিলিয়ে মোট প্রজাতির সংখ্যা মাত্র ৫০ লাখের কাছাকাছি। সায়েন্স সাময়িকীতে এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জীব প্রজাতির সমষ্টি হিসেবে এতে উল্লিখিত সংখ্যাটি অতীতের বিজ্ঞানীদের অনুমানের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে কম। নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক কস্টেলো বলেন, প্রজাতির মোট সংখ্যা কম হলে তা জীববিজ্ঞান গবেষণা, প্রজাতি শনাক্তকরণ ও সংরক্ষণকাজে সহায়ক হবে। এতে মানুষের অজান্তে অধিকাংশ প্রজাতির বিলুপ্তি রোধ করাও সহজ হবে। ইন্ডিপেনডেন্ট।
No comments