ভবিষ্যতের বাথরুম!

সুন্দর, পরিপাটি করে সাজানো থাকবে বাথরুম। স্মার্টফোনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে বাথরুমের পরিচ্ছন্নতার কাজের পাশাপাশি সুন্দর করে সাজিয়ে রাখার কাজটিও করা যাবে।
টয়লেটে ব্যবহার করা যায় এমন বেশ কিছু প্রযুক্তিপণ্য উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। খবর পিসি ‘ম্যাগ’-এর।
স্বয়ংক্রিয় ফ্ল্যাশের পাশাপাশি টয়লেটের ঢাকনা ওঠানামা করানো, পরিচ্ছন্নতার কাজেও প্রযুক্তিপণ্য সহজলভ্য হয়ে উঠছে।
বাথরুমে পরিচ্ছন্নতার জন্য বিজ্ঞানীরা তৈরি করেছেন উন্নত প্রযুক্তির বাথটাব, প্রযুক্তিসমৃদ্ধ টয়লেট, শাওয়ার হেড, টুথব্রাশ প্রভৃতি পণ্য। বাথরুমে ব্যবহারের উপযোগী এ পণ্যগুলো কাস্টোমাইজ করে ব্যবহার করা যায়।
বিজ্ঞানীদের ভাষ্য, বাথটাবে নির্দিষ্ট তাপমাত্রায় প্রয়োজন অনুযায়ী পানি ভরা, টয়লেটের স্বয়ংক্রিয় পদ্ধতি, নির্দিষ্ট পরিমাণ পানি শাওয়ার থেকে ফেলা বা দাঁতের তথ্য ঠিকঠাক পেতে ব্রাশকে নির্দেশ দেওয়া যাবে স্মার্টফোনের অ্যাপ্লিকেশন ব্যবহারে।
প্রযুক্তি গবেষকেরা জানিয়েছেন, মানুষের প্রথাগত বাথরুমের ধারণায় পরিবর্তন আনছে প্রযুক্তির ব্যবহার।

No comments

Powered by Blogger.