শাকিরার সন্তান
বার্সেলোনায় জন্ম তার, নাম রাখা হয়েছে মিলান। ২২ জানুয়ারি জন্ম নিল সংগীতশিল্পী শাকিরা ও ফুটবল খেলোয়াড় জেরার পিকের সন্তান মিলান পিকে মেবারক।
মায়ের পুরো নাম শাকিরা ইসাবেল মেবারক রিপোলি আর বাবার নাম মিলে রাখা হয়েছে এই নাম। স্লাভিক ভাষায় মিলান শব্দের অর্থ প্রিয়। জন্মের পরই বাবার ক্লাব এফসি বার্সেলোনার সদস্য হয়ে গেছে সে। নিজের ওয়েবসাইটে এমনই ঘোষণা দিয়েছেন শাকিরা।মিলানের জন্মের সময়টা এমনভাবে পরিকল্পনা করা হয়েছিল, যাতে বাবা পিকে ওই সময় উপস্থিত থাকতে পারেন। প্রায় দুই বছর প্রেমের পর এই সন্তান এল তাঁদের ঘরে। ব্যাং শোবিজ।
No comments