বিদেশিদের ফোনে আড়ি পাতা আইনের মেয়াদ বাড়ল
যুক্তরাষ্ট্রে কোনো পরোয়ানা ছাড়াই সন্দেহভাজন বিদেশি নাগরিকদের ফোনে আড়ি পাতা-সংক্রান্ত আইনের মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়েছে। 'ফরেন ইন্টেলিজেন্স সার্ভেইল্যান্স অ্যাক্ট' নামের এ আইনের মেয়াদ বাড়ানোর ওপর গত শুক্রবার সিনেটে ভোটাভুটি হয়। এতে পক্ষে ভোট দেন ৭৩ জন সিনেটর।
বিপক্ষে ভোট পড়ে ২৩টি। এ আইনবলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সন্দেহভাজন ব্যক্তি বা ব্যক্তিদের টেলিফোনে আড়ি পাততে পারবে। সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের সময় আইনটি প্রণীত হয়।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর সন্ত্রাস দমনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে আইনটি কার্যকর হয়। তখন এ ব্যাপারে কংগ্রেসের অনুমোদনও নেননি বুশ। প্রয়োজনে মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও এ আইন প্রয়োগ করা যাবে। সূত্র : পিটিআই।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর সন্ত্রাস দমনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে আইনটি কার্যকর হয়। তখন এ ব্যাপারে কংগ্রেসের অনুমোদনও নেননি বুশ। প্রয়োজনে মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও এ আইন প্রয়োগ করা যাবে। সূত্র : পিটিআই।
No comments