পাকিস্তানে কাশির সিরাপ খেয়ে ১৬ জনের মৃত্যু
পাকিস্তানের পূর্বাঞ্চলীয় গুজরানওয়ালা শহরে বিষাক্ত কাশির সিরাপ খেয়ে কমপক্ষে ১৬ জন মারা গেছেন। তাঁদের বেশির ভাগই মাদকাসক্ত ছিলেন। মাদক হিসেবে তাঁরা ওই সিরাপ খেয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
সরকারি কর্মকর্তারা গতকাল শনিবার এ কথা জানান।
পুলিশ ও চিকিৎসকেরা জানান, গত বুধবার থেকে এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটতে থাকে।
স্থানীয় হাসপাতালের চিকিৎসক আনোয়ার আমান বলেন, ‘আমরা হাসপাতালে ৫৪ জন রোগীকে ভর্তি করি। তাঁদের মধ্যে ১৬ জন মারা যান। তাঁদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। তাঁদের অধিকাংশই মাদকাসক্ত ছিলেন।’ রোগীরা জানিয়েছেন, কাশির সিরাপ খাওয়ার পর তাঁদের অবস্থার অবনতি হয়। তবে ঠিক কোন কোম্পানির সিরাপ খেয়ে তাঁরা মারা গেছেন তা এখনো শনাক্ত করা হয়নি।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আজম মেহর বলেন, ওই কাশির সিরাপগুলোর নমুনা স্থানীয় ফার্মেসিতে পাওয়া যাচ্ছে। এই সিরাপ সংগ্রহ করে পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। এএফপি।
পুলিশ ও চিকিৎসকেরা জানান, গত বুধবার থেকে এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটতে থাকে।
স্থানীয় হাসপাতালের চিকিৎসক আনোয়ার আমান বলেন, ‘আমরা হাসপাতালে ৫৪ জন রোগীকে ভর্তি করি। তাঁদের মধ্যে ১৬ জন মারা যান। তাঁদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। তাঁদের অধিকাংশই মাদকাসক্ত ছিলেন।’ রোগীরা জানিয়েছেন, কাশির সিরাপ খাওয়ার পর তাঁদের অবস্থার অবনতি হয়। তবে ঠিক কোন কোম্পানির সিরাপ খেয়ে তাঁরা মারা গেছেন তা এখনো শনাক্ত করা হয়নি।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আজম মেহর বলেন, ওই কাশির সিরাপগুলোর নমুনা স্থানীয় ফার্মেসিতে পাওয়া যাচ্ছে। এই সিরাপ সংগ্রহ করে পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। এএফপি।
No comments