ছোট হয়ে আসছে আসাদের গণ্ডি
দৃশ্যত পতনের দিকে গড়াচ্ছে প্রেসিডেন্ট আসাদের শাসনামল। এর সঙ্গে সঙ্গে তিনিও হয়ে পড়ছেন 'বান্ধবহীন'। গত কয়েক সপ্তাহে তাঁকে একবারও জনসমক্ষে দেখা যায়নি। না কোনো সাক্ষাৎকার, না রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে 'সরাসরি' উপস্থিতি। নভেম্বরের গোড়ায় শেষবার গণমাধ্যমে দেখা গিয়েছিল তাঁকে।
মার্কিন ও মধ্যপ্রাচ্যের কূটনীতিকদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ক্রমে সংকুচিত হয়ে পড়ছে আসাদের ক্ষমতার পরিধি। পরিবারের সদস্য ও বিশ্বস্ত কয়েকজন সহচরের মধ্যে সীমাবদ্ধ হয়েছে পড়েছে তাঁর যোগাযোগের ক্ষেত্র। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আসাদ এখন নিজের ব্যক্তিগত নিরাপত্তার ওপরই বেশি জোর দিচ্ছেন।
সিরিয়া সরকারের পক্ষত্যাগী বেশ কয়েকজন কর্মকর্তার ভাষ্য, দিনের আলোয় বাইরে যাওয়াই বন্ধ করে দিয়েছেন আসাদ। তাঁর ভয়, কখন কোন জায়গা থেকে তাঁকে তাক করে ছুটে আসে বুলেট। কিংবা অন্য কোনো হামলার শিকার হতে পারেন তিনি। তবে পক্ষত্যাগী কর্মকর্তাদের মন্তব্য যাচাই করা সম্ভব হয়নি উল্লেখ করে ওয়াশিংটন পোস্ট জানায়, এর পরও আসাদ ক্ষমতা ছাড়বেন- এমন কোনো ইঙ্গিত নেই। শেষ পর্যন্ত তিনি স্বপদে বহাল থাকতে বদ্ধপরিকর।
সূত্র : এএনআই।
সিরিয়া সরকারের পক্ষত্যাগী বেশ কয়েকজন কর্মকর্তার ভাষ্য, দিনের আলোয় বাইরে যাওয়াই বন্ধ করে দিয়েছেন আসাদ। তাঁর ভয়, কখন কোন জায়গা থেকে তাঁকে তাক করে ছুটে আসে বুলেট। কিংবা অন্য কোনো হামলার শিকার হতে পারেন তিনি। তবে পক্ষত্যাগী কর্মকর্তাদের মন্তব্য যাচাই করা সম্ভব হয়নি উল্লেখ করে ওয়াশিংটন পোস্ট জানায়, এর পরও আসাদ ক্ষমতা ছাড়বেন- এমন কোনো ইঙ্গিত নেই। শেষ পর্যন্ত তিনি স্বপদে বহাল থাকতে বদ্ধপরিকর।
সূত্র : এএনআই।
No comments