মিয়ানমারের বাজারে আসছে বেসরকারি পত্রিকা
মিয়ানমারে ব্যক্তিমালিকানাধীন সংবাদপত্র প্রকাশের অনুমোদন দিতে যাচ্ছে সরকার। আগামী এপ্রিল থেকে তা প্রকাশ করা যাবে। সে অনুযায়ী, প্রায় পাঁচ দশক পর প্রথম বেসরকারিভাবে পত্রিকা বাজারে আসছে। গত শুক্রবার তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ কথা জানানো হয়েছে।
গণতান্ত্রিক শাসনব্যবস্থায় উত্তরণের অংশ হিসেবে সরকার এ উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ১৯৬৪ সালে ব্যক্তিমালিকানাধীন সংবাদপত্র প্রকাশ বন্ধ করে দেন স্বৈরশাসক নে উইন।
তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, যারা পত্রিকা প্রকাশে আগ্রহী, আগামী ফেব্রুয়ারি মাসে তাদের আবেদন করতে হবে। ১ এপ্রিল থেকে পত্রিকা প্রকাশ করা যাবে। উদ্যোক্তারা যেকোনো ভাষায় পত্রিকা বাজারে আনতে পারবেন।
এর আগে গত আগস্টে গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর থেকে সরাসরি কর্তৃত্ব তুলে নেয় সরকার। সে অনুযায়ী, কোনো কিছু প্রকাশের আগে আর সরকারি কর্র্তৃপক্ষকে অনুমোদন নিতে হয় না।
সূত্র : ওয়াশিংটন পোস্ট।
তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, যারা পত্রিকা প্রকাশে আগ্রহী, আগামী ফেব্রুয়ারি মাসে তাদের আবেদন করতে হবে। ১ এপ্রিল থেকে পত্রিকা প্রকাশ করা যাবে। উদ্যোক্তারা যেকোনো ভাষায় পত্রিকা বাজারে আনতে পারবেন।
এর আগে গত আগস্টে গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর থেকে সরাসরি কর্তৃত্ব তুলে নেয় সরকার। সে অনুযায়ী, কোনো কিছু প্রকাশের আগে আর সরকারি কর্র্তৃপক্ষকে অনুমোদন নিতে হয় না।
সূত্র : ওয়াশিংটন পোস্ট।
No comments