রঙিন বর্ষপঞ্জি ও বিশেষ সংখ্যা
প্রথম আলো ১৯০টি দেশে নিয়মিত পড়া হয়। অ্যালেক্সা রেটিং অনুযায়ী, দেশের সর্বাধিক পঠিত জাতীয় দৈনিক প্রথম আলো পৃথিবীর ১ নম্বর বাংলা ওয়েব নিউজ পোর্টাল।
পৃথিবীর লাখ লাখওয়েবসাইটের মধ্যে প্রথম আলোর অবস্থান ১৩৩৯ (২৯ ডিসেম্বরের হিসাব)। আর বাংলাদেশে বিশ্বখ্যাত ওয়েবসাইট গুগল, ফেসবুক, ইয়াহু! ও ইউটিউবের পরই রয়েছে প্রথম আলো।
খ্রিষ্টীয় নববর্ষ ২০১৩ উপলক্ষে প্রথম আলো প্রকাশ করছে আকর্ষণীয় রঙিন বর্ষপঞ্জি (ক্যালেন্ডার)। ইতিহাসখ্যাত ও বিশ্বসেরা কয়েকটি নান্দনিক স্থাপনার আলোকচিত্র অবলম্বনে তৈরি কোলাজ দিয়ে করা হয়েছে এই বর্ষপঞ্জির দৃশ্যপট। স্থাপনাগুলো হচ্ছে: মেক্সিকোর চিচেন ইৎসা বা ধাপ পিরামিড, ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার, যুক্তরাজ্যের বিগ বেন, ভারতের তাজমহল, প্যারিসের আইফেল টাওয়ার, ইতালির পিসার হেলানো মিনার, ইতালির কলোসিয়াম ও যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি।
সেই সঙ্গে পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়ে বেরোবে আট পৃষ্ঠার বিশেষ ক্রোড়পত্র।
আগামীকাল, ৩১ ডিসেম্বর মূল কাগজের সঙ্গে এই বিশেষ আয়োজন ও নববর্ষ কড়া নাড়বে পাঠকের দরজায়।
খ্রিষ্টীয় নববর্ষ ২০১৩ উপলক্ষে প্রথম আলো প্রকাশ করছে আকর্ষণীয় রঙিন বর্ষপঞ্জি (ক্যালেন্ডার)। ইতিহাসখ্যাত ও বিশ্বসেরা কয়েকটি নান্দনিক স্থাপনার আলোকচিত্র অবলম্বনে তৈরি কোলাজ দিয়ে করা হয়েছে এই বর্ষপঞ্জির দৃশ্যপট। স্থাপনাগুলো হচ্ছে: মেক্সিকোর চিচেন ইৎসা বা ধাপ পিরামিড, ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার, যুক্তরাজ্যের বিগ বেন, ভারতের তাজমহল, প্যারিসের আইফেল টাওয়ার, ইতালির পিসার হেলানো মিনার, ইতালির কলোসিয়াম ও যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি।
সেই সঙ্গে পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়ে বেরোবে আট পৃষ্ঠার বিশেষ ক্রোড়পত্র।
আগামীকাল, ৩১ ডিসেম্বর মূল কাগজের সঙ্গে এই বিশেষ আয়োজন ও নববর্ষ কড়া নাড়বে পাঠকের দরজায়।
No comments