যাদবপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত
জেলার মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তে বিএসএফের গুলিতে আনোয়ারুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশী নিহত হয়েছে।
শুক্রবার রাতে ভারতে গরু আনতে গেলে জিতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। নিহত আনোয়ারুল ইসলাম জীবননগর উপজেলার পেপুলবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
বিজিবির ২৬ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আজাদ জানান, শুক্রবার রাত ৩টার দিকে ২৫-৩০ জনের একদল লোক যাদবপুর সীমান্তে কানাইডাঙ্গা ৫১নং পিলারের পাশে কাঁটাতারের বেড়া কেটে ভারতের ভেতরে প্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ওপর গুলি চালায়। এতে আনোয়ারুল নিহত হয়। তার সঙ্গীরা লাশ নিয়ে বাংলাদেশের কানাইডাঙ্গা গ্রামে আসে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শনিবার বিএসএফকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্নেল আজাদ।
বিজিবির ২৬ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আজাদ জানান, শুক্রবার রাত ৩টার দিকে ২৫-৩০ জনের একদল লোক যাদবপুর সীমান্তে কানাইডাঙ্গা ৫১নং পিলারের পাশে কাঁটাতারের বেড়া কেটে ভারতের ভেতরে প্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ওপর গুলি চালায়। এতে আনোয়ারুল নিহত হয়। তার সঙ্গীরা লাশ নিয়ে বাংলাদেশের কানাইডাঙ্গা গ্রামে আসে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শনিবার বিএসএফকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্নেল আজাদ।
No comments