জাবি শিক্ষক সমিতি নির্বাচনে সম্মিলিত শিক্ষক পরিষদের সংখ্যাগরিষ্ঠতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিমিতির নির্বাচনে আওয়ামী লীগের একাংশ, বিএনপি ও বামপন্থী নিয়ে গঠিত ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ প্যানেল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে।
নির্বাচনে প্যানেলের ১৫টি পদের মধ্যে সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, যুগ্মসম্পাদক, সদস্যপদের ১০টির মধ্যে ৭টিতে জয়লাভ করে। অন্যদিকে নির্বাচনে এককভাবে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি হিসেবে পরিচিত আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল সহ-সভাপতি ও ১০টি সদস্যপদের মধ্যে ৩টিতে জয়লাভ করে।নির্বাচন কমিশনার অধ্যাপক একেএম আবুল কালাম জানান, নির্বাচনে সম্মিলিত শিক্ষক পরিষদ প্যানেলে সভাপতি পদে অজিত কুমার মজুমদার (অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ), সম্পাদক পদে মোঃ শরিফ উদ্দিন (অধ্যাপক, গণিত বিভাগ), যুগ্ম সম্পাদক মোঃ কামরুজ্জামান মনির (সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ), সদস্য কেএম মহিউদ্দিন (সহযোগী অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ), মাহবুব কবির (অধ্যাপক, রসায়ন বিভাগ), মোঃ আব্দুল্লাহ খান (অধ্যাপক, রসায়ন বিভাগ), মোঃ আমীনুল ইসলাম দুর্জয় (অধ্যাপক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ), মোঃ ফজলুল করিম পাটোয়ারী (সহযোগী অধ্যাপক, আইআইটি), মোঃ মনোয়ার হোসেন তুহিন (অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ), মোঃ মোতাহার হোসেন (সহযোগী অধ্যাপক, আইবিএ), মোঃ শামছুল আলম সেলিম (অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ) নির্বাচিত হয়েছেন।
অপরদিকে নির্বাচনে আওয়ামী প্যানেলে ব্যানারে সহ-সভাপতি পদে ফরিদ আহমদ (অধ্যাপক, পদার্থ বিজ্ঞান বিভাগ), সদস্য পদে সৈয়দ হাফিজুর রহমান (অধ্যাপক, পরিবেশ বিজ্ঞান বিভাগ), হোসনে আরা বেবী (সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ) জয়লাভ করেন।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অফিসার ক্লাবে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৫০৫ ভোটারের মধ্যে ৪৭৫ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
No comments