সম্পাদক সমীপে- ঢাকা-আরিচা মহাসড়কে সেতু ঝুঁকিতে

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীর ওপর নির্মিত সেতু ঝুঁকির মুখে পড়ছে। অবৈধভাবে সেতুর নিচ থেকে খননযন্ত্রের মাধ্যমে মাটি কাটা হচ্ছে।
মাটি তোলার কারণে ঢাকা-আরিচা মহাসড়কের বৃহত্তর এই সেতুর পিলার দেবে যেতে পারে। এতে সেতুটি ক্ষতিগ্রস্ত হতে পারে। কোন স্থাপনা বা সেতুকে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে মাটি বা বালু তোলা কোনভাবেই উচিত নয়। কিন্তু এক্ষেত্রে স্থানীয়রা ক্ষমতার অপব্যবহার করে সেতুকে ক্রমান্বয়ে ঝুঁকির মুখে ফেলছে। সেতুর উভয়পাশে ৫০ থেকে ২০০ গজের মধ্যে ৫টি খননযন্ত্র দিয়ে মাটি কাটা হচ্ছে।
এরপর ট্রাকযোগে মাটি বিভিন্ন স্থানে নেয়া হচ্ছে। যেভাবে সেতুর নিচ থেকে বালু তোলা হচ্ছে তাতে সেতুর নিচে গভীর খাদ হয়ে যে কোন দিন পিলার দেবে যেতে পারে। বিষয়টি স্থানীয় প্রশাসনের গুরুত্ব দিয়ে দেখা দরকার। ব্যক্তিস্বার্থে যাতে বৃহত্তর বিষয়ের ক্ষতি না হয় সেদিকে সবার দৃষ্টি দেয়া প্রয়োজন। যত দ্রুত সম্ভব এই সেতুকে রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হোক।

ইকবাল
বাগমারা, রাজশাহী

No comments

Powered by Blogger.