ন্যাম সম্মেলন-হামাসকে আমন্ত্রণ জানায়নি ইরান
জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) সম্মেলনে যোগ দিতে হামাস নিয়ন্ত্রিত গাজার প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়াকে আমন্ত্রণ জানায়নি ইরান। হানিয়া সম্মেলনে যোগ দিলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তা বর্জন করবে_এ হুমকির পরিপ্রেক্ষিতে ইরান এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। রাজধানী তেহরানে আগামী বৃহস্পতি ও শুক্রবার এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইরান সরকারের মুখপাত্র মোহাম্মদ রেজা ফরকানি গত শনিবার এক বিবৃতিতে বলেন, 'এখন পর্যন্ত হানিয়াকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। ন্যাম সম্মেলনে যোগদানের জন্য কেবল ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আমন্ত্রণ জানানো হয়েছে।'
ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালকি আগেই জানিয়ে রেখেছেন, হানিয়া সম্মেলনে যোগ দিলে তাঁরা যোগ দেবেন না।
এদিকে হানিয়ার এক মুখপাত্র শনিবার জানান, ন্যাম সম্মেলনে যোগ দিতে হানিয়া তেহরান যাবেন। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন বলে এক বিবৃতিতে দাবি করেন ওই মুখপাত্র।
তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত শনিবার সাংবাদিকদের বলেন, ন্যাম সদস্যদের আমন্ত্রণ জানানো ইরানের দায়িত্ব। সে অনুযায়ী সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। ন্যামের সদস্য দেশের সংখ্যা ১১৯। তবে ফিলিস্তিনকেও এর সদস্য করা হয়েছে। সূত্র : এএফপি।
No comments