রিজভীর প্রশংসায় শুভমিতা

একেবারে শুরুতে আমি রিজভীর রেকর্ডকৃত কণ্ঠ শুনেছি। শুনে অনেক ভাল লেগেছিল আমার। পরে ওর সঙ্গে একটি ডুয়েট গান করার ইচ্ছে প্রকাশ করি। রেকর্ডিংয়ের সময় ওর কণ্ঠ আর গায়কী স্টাইল আমাকে মুগ্ধ করে। সত্যিই রিজভী খুব চমৎকার গায়।’


মুঠোফোনে গতকাল কলকাতা থেকে এই সময়ের তরুণ কণ্ঠশিল্পী রিজভী সম্পর্কে এমনই প্রাসঙ্গিকতার উল্লেখ করেন ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতা। রিজভী ওয়াহিদ শুদ্ধ সঙ্গীতের চর্চায় নিবেদিত থেকে একজন সত্যিকারের শিল্পী হবার নেশাতেই মেতে ছিলেন ছোটবেলা থেকেই। তাই নিজে যখন এ বছরের শুরুতে প্রথম একক এ্যালবাম প্রকাশের উদ্যোগ নেন ঠিক তখনই তার ইচ্ছে জাগে শুভমিতার সঙ্গে দুটি ডুয়েট গান করার। রিজভীর সেই স্বপ্ন পূরণেই হাত কাড়িয়ে দিয়েছিলেন শুভমিতা। যে কারণে রিজভীর প্রথম একক এ্যালবাম ‘প্রথম স্বপ্ন’ বাজারে আসার পর শুভমিতার সঙ্গে গাওয়া ‘চোখেরই পলকে এত কাছে কখন এলে যে তুমি’ গানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইবরার টিপু। মূলত চন্দন চৌধুরীর নির্দেশনায় নির্মিত এই গানেরই মিউজিক ভিডিওটি প্রচার হবার পরই গানটি শ্রোতাপ্রিয়তা পায়। এবার ঈদ উপলক্ষে আবারও রিজভী তার প্রথম এ্যালবামের ‘রোদ্দুর ভেঙ্গে’ মিউজিক ভিডিও এনেছেন। রবিউল ইসলাম জীবনের লেখা এই গানটিরও মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন চৌধুরী। চলতি সপ্তাহেই মিউজিক ভিডিওটি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলসহ বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে। রিজভীর দুটি গানেরই মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আছেন তানজিন তিশা। রিজভী বলেন, ‘আগেরটির মতো এই মিউজিক ভিডিওটি নিয়েও আমি আশাবাদী।’
উল্লেখ্য, রিজভী ওয়াহিদ অষ্ট্রেলিয়া থেকে সাউন্ড ইঞ্জিনিয়ারিং ও ওয়েস্টার্ন ক্লাসিক্যাল পিয়ানোর ওপর সঙ্গীতের ওপর ডিপ্লোমা করেছেন তিনি। এদিকে শুভমিতা জানান, এবারের ঈদ উপলক্ষে দেশটিভির একটি সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগামী ২০ আগস্ট তিনি ঢাকায় আসছেন।
আনন্দকণ্ঠ ডেস্ক

No comments

Powered by Blogger.