বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তপু

একপায়ে নূপুর আমার অন্য পা খালি’ এই একটি মাত্র গানের জন্যই তরুণ কণ্ঠশিল্পী তপুকে তার ভক্ত শ্রোতারা অনেকদিন পর্যন্ত মনে রাখবেন। বিগত প্রায় এক বছরেরও বেশি সময় ধরে জনপ্রিয় এই কণ্ঠশিল্পী যেন অনেকটাই চুপচাপ ছিলেন। এবার নিজেই সংবাদের শিরোনাম হয়ে পাঠক ভক্তের মাঝে আবারও আলোচনায় এসেছেন তিনি।


হালের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তপু বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ২৪ আগস্ট পারিবারিকভাবেই তপু এবং তার হবু স্ত্রী নাজিবা সেলিমের মধ্যে আকদ সম্পন্ন হবে। আর সেদিনই মূলত চূড়ান্ত হবে কবে নাগাদ দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। হঠাৎ বিয়ে প্রসঙ্গে তপু বলেন, ‘আসলে এটাতো নিয়তিরই বিধান। এর বাইরে তো আমরা যেতে পারি না। আমাদের পরস্পরের ভাল লাগাকে উভয় পরিবার মেনে নিয়েছেন এটাই আমার সবচেয়ে বড় আনন্দের বিষয়। আমি সবার কাছে দোয়া চাই যেন সবকিছুই ভালয় ভালয় সম্পন্ন হয়।’ তপু জানান আগামী বছরই বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তপুর হবু স্ত্রীর পৈতৃক বাড়ি ঢাকাতেই। পড়ছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশে। তপু বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র। ক্যাডেট কলেজে পড়াশুনাকালীন সময়েই গানের প্রতি ছিল তার প্রবল নেশা। সেই নেশা থেকেই তিনি হয়ে উঠেছেন একজন গায়ক। মাঝে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ’ ছবিতে অভিনয় করে ব্যাপক আলোচনায় চলে আসেন তপু। রাশেদ উদ্দিন আহমেদ তপু এই প্রথমবারের মতো জনপ্রিয় সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদের সুরে মিক্সড এ্যালবাম ‘অপরাজিতা’য় একটি গান গেয়েছেন। এ্যালবামটি জি-সিরিজ এর ব্যানারে ঈদে বাজারে আসবে। পাশাপাশি বর্তমানে চলছে তার আরেকটি একক এ্যালবামের কাজ।
আনন্দকণ্ঠ ডেস্ক

No comments

Powered by Blogger.