ওয়াশিংটনে সুমনা হকের একক চিত্রপ্রদর্শনী
সুমনা হককে সাধারণত সবাই একজন কণ্ঠশিল্পী হিসেবেই অধিক চিনেন। কিন্তু এর বাইরেও তিনি যে একজন চিত্রশিল্পী তা কম বেশি অনেকেরই জানা। বিশেষ করে গত বছরের শেষের দিকে বেঙ্গল গ্যালারিতে তার চতুর্থ একক চিত্রপ্রদর্শনী ‘মনের আকাশে রঙধনু’র পর সুমনা একজন চিত্রশিল্পী হিসেবে ব্যাপক আলোচনায় চলে আসেন।
এই একক চিত্রপ্রদর্শনীটি ছিল নয় বছর বিরতির পর। আবারো এই গুণী সঙ্গীত শিল্পী ও চিত্রশিল্পী একক চিত্রপ্রদর্শনী নিয়ে তার ভক্তদের সামনে হাজির হচ্ছেন। তবে এবার তিনি তার পঞ্চম একক চিত্রপ্রদর্শনী করছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসে। মূলত বাংলাদেশ দূতাবাসই সুমনা হকের এবারের একক চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে। আগামী ২৪ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই চিত্রপ্রদর্শনী চলবে। ২৪ আগস্ট সন্ধ্যা ৬.৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সুমনা হক তার এবারের চিত্রপ্রদর্শনীর নামকরণ করেছেন ‘মনের রঙ্গে নিবিড় খেলা’। মোট ৩৪টি ছবি প্রদর্শনীতে স্নান পাবে। এর আগে ২০০২ সালে দেশের বাইরে প্রথমবারের মতো জাপানের টোকিওতে সুমনা হকের একক চিত্রপ্রদর্শনী হয়। এর নামকরণ করা হয়েছিল ‘নস্টালজিয়া’। সুমনা হকের প্রথম একক চিত্রপ্রদর্শনী ছিল ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউশনের জয়নুল গ্যালারিতে। একই স্থানে তার দ্বিতীয় একক চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়। গত ১৪ জুলাই সুমনা হক ওয়াশিংটন গিয়েছেন এই চিত্রপ্রদর্শনীর কাজে। ফিরবেন আগামী ৫ সেপ্টেম্বর। ওয়াশিংটনে প্রথমবারের মতো চিত্রপ্রদর্শনী সম্পর্কে মুঠোফোনে ওয়াশিংটন থেকে সুমনা হক জানান, ‘ওয়াশিংটনের বাংলাদেশের দূতাবাসের সকলের আন্তরিক প্রচেষ্টাতেই এই প্রদর্শনীটি হতে যাচ্ছে। তাই আমি প্রত্যেকের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। আমার বিশ্বাস প্রদর্শনীতে আগত অতিথিদের আমার আঁকা ছবি মুগ্ধ করবে।’ বিশেষত উল্লেখ্য সর্বশেষ তার রবীন্দ্র সংগীতের গানের এ্যালবাম ‘তুমি রবে নীরবে’ বেঙ্গল ফাউন্ডেশনের ব্যানারে বাজারে আসে ২০১০ সালে। সুমনা হক দেশে বিদেশে প্রায় ত্রিশটি দলীয় চিত্রপ্রদর্শনীতেও অংশগ্রহণ করেছেন। এই ঈদে চ্যানেল নাইনে ঈদের ষষ্ঠদিন ‘এ মধুগুঞ্জনে’ নামক একটি ম্যাগাজিন অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শকের সামনে আসছেন।
আনন্দকণ্ঠ ডেস্ক
আনন্দকণ্ঠ ডেস্ক
No comments