‘এক থা টাইগার’র ডাবল সেঞ্চুরি
দুশো কোটি ছুঁয়ে ফেলল ‘এক থা টাইগার’। স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার ৫ দিনের মধ্যে ১০০ কোটির ব্যবসা করে বক্স অফিসে নতুন রেকর্ড গড়েছিল ‘এক থা টাইগার’। আর এবার ১২ দিনের মধ্যেই ২০০ কোটি পেরিয়ে গেল সালমানের নতুন ছবি।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের টুইট অনুযায়ী ১২ দিনে শুধুমাত্র ভারতেই ১৭৫ কোটির ব্যবসা করেছে ‘এক থা টাইগার’। দেশ, বিদেশ মিলিয়ে মোট ২১০ কোটি। ‘এক থা টাইগার’-কে অল টাইম ব্লকবাস্টার বলে টুইটারে উল্লেখ করেছেন তরণ আদর্শ। তরণ লিখেছেন, “ভারতে ব্যবসার অঙ্ক অনুযায়ী প্রথম স্থানে রয়েছে ‘থ্রি ইডিয়টস’ (২০২ কোটি), দ্বিতীয় স্থানে রয়েছে ‘এক থা টাইগার’ (১৭৫ কোটি), তৃতীয় স্থানে রয়েছে ‘বডিগার্ড’ (১৪৮ কোটি)।”
এখনও পর্যন্ত ‘থ্রি ইডিয়ডস’ এক নম্বরে থাকলেও ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে ‘এক থা টাইগার’। সালমান কি পারবেন আমিরকে টেক্কা দিতে? সূত্র: জিনিউজ।
এখনও পর্যন্ত ‘থ্রি ইডিয়ডস’ এক নম্বরে থাকলেও ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে ‘এক থা টাইগার’। সালমান কি পারবেন আমিরকে টেক্কা দিতে? সূত্র: জিনিউজ।
No comments