দাবি আদায়ে এমসি কলেজ হোস্টেল অবরোধ, অগ্নিসংযোগ

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ও সাধারণ শিক্ষার্থীরা দাবি আদায়ের জন্য সোমবার হোস্টেল এলাকা অবরোধ ও অগ্নিসংযোগ করেছে । শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত দাবি আদায় না করে কলেজ কর্তৃপক্ষ ২৯ আগস্ট কলেজ খুলে দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এই অবরোধ করে।


শিক্ষার্থীদের দাবি হোস্টেলে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন, হোস্টেল অবকাঠামো ঠিক রেখে পুনর্নির্মাণ, সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, অবিলম্বে সুষ্ঠু তদন্ত রিপোর্ট প্রকাশ ইত্যাদি। যদি কর্তৃপক্ষ এখনও তাদের দাবি না মানেন তাহলে কোন অবস্থাতেই কলেজ খুলতে দেবে না বলে তাঁরা ঘোষণা দেন। এজন্য যে কোন ত্যাগ স্বীকারেও তাঁরা প্রস্তুত আছেন। এমসি হোস্টেল এলাকা অবরোধকালে সাধারণ ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সামাজিক, মানবাধিকার কর্মী, এলাকাবাসী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও অবরোধের সঙ্গে একাত্মতা ঘোষণা করে শিক্ষার্থীদের সঙ্গে অবস্থান নেন। শিক্ষার্থীদের অবরোধ ও টায়ারে অগ্নিসংযোগে গোটা এলকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ও যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জহিরুল ইসলাম, মিয়া মোঃ রাসেল, আতিকুর রহমান, জুনায়েদ আল হাবিব, স্বেচ্ছাসেবক দল নেতা লায়িন আসমা, ফোকাস সমাজ কল্যাণ সংস্থার আমিনুর রহমান আল আমিন, তরনন সংগঠক আলী হোসেন, বালুচরের ক্বারী আবুল হাসনাত বেলাল, সমাজসেবক আকরাম আল শাহান, চেয়ারম্যান পদপ্রার্থী মো সাইফুর রহমান প্রমুখ।

No comments

Powered by Blogger.