লক্ষ্মীপুরে প্রথম আলোর রেইনকোট পেলেন ৯ সংবাদপত্র বিক্রয়কর্মী
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় কর্মরত স্থানীয় নয়জন সংবাদপত্র বিক্রয়কর্মীর মধ্যে গতকাল সোমবার প্রথম আলোর পক্ষ থেকে রেইনকোট বিতরণ করা হয়েছে। রামগতি উপজেলা সদর আলেকজান্ডারের মৃণাল কান্তি পাল এবং কমলনগরের হাজিরহাটের মো. নুর নবীর সংবাদপত্র এজেন্টে এসব বিক্রয়কর্মী কাজ করেন।
এ দুটি স্থানে রেইনকোট বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আতিকুর রহমান, আলোকচিত্রী এম সাদেক, রামগতি উপজেলা প্রতিনিধি শাজাহান তালাসী, রামগতি প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল হক, কমলনগর প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান, রামগতির সংবাদপত্র এজেন্ট মৃণাল কান্তি পাল ও কমলনগরের সংবাদপত্র এজেন্ট মো. নুর নবী প্রমুখ।
রামগতি উপজেলা সংবাদপত্র হকার সমিতির সাধারণ সম্পাদক মো. আল আমিন প্রথম আলোর রেইনকোট পেয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘এর আগেও প্রথম আলো সংবাদপত্র বিক্রয়কর্মীদের শার্ট দিয়েছে। এবার রেইনকোট দিল। প্রথম আলোর এ সহায়তা আমাদের অনেক উপকার হবে। বৃষ্টিতে ভিজেও পত্রিকা বিক্রি করতে এখন আর আমাদের সমস্যা হবে না।’
রামগতি উপজেলা সংবাদপত্র হকার সমিতির সাধারণ সম্পাদক মো. আল আমিন প্রথম আলোর রেইনকোট পেয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘এর আগেও প্রথম আলো সংবাদপত্র বিক্রয়কর্মীদের শার্ট দিয়েছে। এবার রেইনকোট দিল। প্রথম আলোর এ সহায়তা আমাদের অনেক উপকার হবে। বৃষ্টিতে ভিজেও পত্রিকা বিক্রি করতে এখন আর আমাদের সমস্যা হবে না।’
No comments