বিখ্যাত ব্যক্তিদের রসাল ঘটনা

শেরে বাংলা এ কে ফজলুল হকের কাছে যে-ই তদবিরের জন্য যেত, সে-ই সফল হতো। তিনি তদবিরওয়ালার সামনেই ফোনে বলে দিতেন। এ জন্য শেরে বাংলা খুব জনপ্রিয় ছিলেন। তো একদিন এ রকম সাত-আটজনকে তাঁর সামনেই বসিয়ে রেখে ফোনে বলে দিলেন। এর মধ্যে আরেকজন ঢুকল।


: তোমার কী সমস্যা বলো?
: স্যার, আমি টেলিফোনের লোক। আপনার লাইনটা গতকাল থেকে কাটা। ঠিক করতে এসেছি।

অ্যাডগার অ্যালান পো জীবনের কিছু সময় সামরিক বাহিনীতে ছিলেন। পরদিন পাবলিক প্যারেড। নির্দেশ এল—সাদা বেল্ট আর গ্লাভস পরে আসতে হবে। পো পরদিন আক্ষরিক অর্থেই দিগম্বর হয়ে পাবলিক প্যারেডে অংশগ্রহণের জন্য আসেন। গায়ে ছিল শুধু সাদা বেল্ট আর গ্লাভস।
সংগ্রহে: রাফাত তিহামী

No comments

Powered by Blogger.