অ্যালবাম কভারে দুর্দান্ত পোজে ম্যাডোনা
নতুন অ্যালবাম এমডিএনএ’র জন্য দুর্দান্ত পোজ দিয়েছেন পপ কুইন ম্যাডোনা। ডেইলি মেইল জানায়, গলা থেকে পেট পর্যন্ত ঢাকা কালো আঁটোসাটো পোশাক পরা ছবি দিয়ে তার নতুন অ্যালবামের কভার করা হয়েছে। বলা হচ্ছে, পোশাকটি ‘লাইক এ ভার্জিন’খ্যাত এমন এক নারীর জন্য যিনি বারবার কণ্ঠ খুলছেন, ভালবাসা এবং যৌনতার মধ্যে পার্থক্য খোঁজার জন্য। তবে, এই কালো ত্রিভুজাকৃতির পোশাক তাকে খুব বেশি আড়াল করছে না, বরং তার শরীরের অনেকটাই উদ্ভাসিত থাকবে। আসন্ন এই অ্যালবামটির জন্য খুব পরিশ্রম স্বীকার করতে হয়েছে এই কণ্ঠশিল্পীকে। এদিকে তার কলেজ পড়ুয়া ভক্তদের নিয়ে একটি ভিডিও সিরিজ বের হয়েছে জো ফ্রান্সিসের পরিচালনায়। এর মাধ্যমে তার ক্যারিয়ারের স্বর্ণালী ৮০ দশকের সময়কে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
No comments