বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে মার্কিন বিশেষ বাহিনী
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের ‘স্পেশাল ফোর্সের’ সদস্যরা। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল রবার্ট উইলার্ড কংগ্রেস কমিটিকে জানান, সন্ত্রাসবিরোধী সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা দিতে তার কমান্ডের অধীনে মার্কিন স্পেশাল ফোর্সের কয়েকটি দল বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভারতে অবস্থান করছে। ওই শুনানির বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বাকে একটি বিপদজনক দল হিসেবে কংগ্রেসের কাছে উপস্থাপন করেন উইলার্ড। তার ভাষায়, এ সংগঠনটি কেবল সফলভাবে অভিযান শেষ করতেই সক্ষম নয়, নিজেদের লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় আন্তর্জাতিক যোগাযোগও তাদের রয়েছে। এটি সত্যিই বড় ধরনের একটি হুমকি। এ কারণে আমরা ওই দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি, বলেন এই অ্যাডমিরাল। কংগ্রেস সদস্য জো উইলসনের প্রশ্নের জবাবে উইলার্ড বলেন, ভারতের মুম্বাইসহ বিভিন্ন স্থানে বহু নাশকতার জন্য দায়ী লস্কর-ই-তৈয়বার মূল ঘাঁটি পাকিস্তানে। আল কায়েদাসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সমর্থনপুষ্ট লস্করের এশিয়া ছাড়াও ইউরোপ ও উত্তর আমেরিকায় কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা রয়েছে। মধ্যপ্রাচ্য থেকে এশিয়া ও আমেরিকায় জ্বালানিসহ অন্যান্য পণ্য পরিবহনের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সমুদ্র উপকূলের গুরুত্ব এবং এর কৌশলগত অবস্থান তুলে ধরে উইলার্ড কংগ্রেসকে বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের কাছে ক্রমশ আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সদস্যরা লস্করের মতো জঙ্গি সংগঠন ছাড়াও জলদস্যুতা, মাদক পাচার ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ও নির্মূলে দক্ষিণ এশিয়ার পাঁচ দেশকে সহযোগিতা ও প্রশিক্ষণ দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
No comments