সিরিয়ার হোমস শহরের ঘাঁটি ছেড়ে বিদ্রোহীদের পলায়ন
অবশেষে সিরিয়ার হোমস শহরের ঘাঁটি ছেড়ে সরে গেছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী ফ্রি সিরিয়ান আর্মির সদস্যরা। এতে আন্তর্জাতিক রেডক্রস সদস্যদের সেখানে ত্রাণ তৎপরতা শুরুর অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। আসাদ সরকারের একজন কর্মকর্তা বলেছেন, সরকারি বহিনী বিদ্রোহীদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। সিরিয়া যে ‘পশ্চিমা সমর্থনপুষ্ট’ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জয়ী হয়েছে- এই শহর ছেড়ে বিদ্রোহীদের পলায়ন তার প্রমাণ। এদিকে আন্তর্জাতিক রেডক্রস জানিয়েছে, আহতদের সরিয়ে নেওয়া এবং জরুরি ত্রাণ ও চিকিৎসা সেবা দেওয়ার জন্য অবরুদ্ধ বাবা আমর শহরে ঢোকার অনুমতি পেয়েছে তারা। আজই রেডক্রস সদস্যরা এ শহরে ঢুকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে বিদ্রোহীদের অধিকাংশই সরে গেলেও মাঝে মধ্যেই গুলির শব্দ পাওয়া যাচ্ছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী, গত বছরের মার্চ মাসে শুরু হওয়া আসাদবিরোধী আন্দোলন দমন করতে দেশটির সরকারি বাহিনী সাড়ে ৭ হাজারেরও বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছে। অন্যদিকে সিরিয়া সরকারের দাবি, ‘সশস্ত্র সন্ত্রাসীরা’ এই সময়ে ২ হাজারেরও বেশি সৈন্য ও পুলিশকে হত্যা করেছে। দামেস্কর ঘনিষ্ঠ এক লেবানিজ কর্মকর্তা বলেছেন, হোমসে বিদ্রোহীদের পরাজয় ঘটায় সিরিয়ায় তাদের আর কোনো শক্ত ঘাঁটি থাকলো না। ফলে আসাদের জন্য সংকট সামাল দেওয়া সহজ হয়ে গেল।
No comments