ডিসকো, পাব আর ক্লাবে অস্বস্তি লোহানের !
হলিউডের ‘অঘটন ঘটন পটিয়সী’ হিসেবে খ্যাত লিন্ডসে লোহান এখন একেবারে সুবোধ বালিকা। নিজের বাড়ি আর কাজ ছাড়া তার নাকি এখন কিছুই ভাল লাগে না। বন্ধুদের সঙ্গে রাত জেগে পার্টি করা, অ্যালকোহল, মাদক, হৈ-হুল্লোড় এসব এখন তার কাছে একঘেয়ে মনে হয়। রোববার এসব নিজ মুখেই বলেন লোহান, ‘দ্য টুডে শো’-তে উপস্থাপক ম্যাট লুরের কাছে। ২৫ বছর বয়সী ‘মিন গার্ল’ বলেন, কিছুদিন আগেই আমি হলিউড, নিউ ইয়র্কসহ বেশ কয়েকটি জায়গায় যাই। সেখানে অনেক ডিসকো, পাব আর ক্লাবে ঘুরতে চাই। কিন্তু কিছুতেই সেখানকার পরিবেশের সঙ্গে নিজেকে মানাতে পারছিলাম না। বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে গিয়েছিলাম। অনেক অস্বস্তি লাগছিল ওই পরিবেশে।
লোহান আরও বলেন, ওই সব এখন একঘেয়ে লাগে। তবে, এর মানে এই না যে, আদালতের শাস্তি আমাকে বন্ধুদের সঙ্গে মেলামেশা থেকেও বিরত করে রেখেছে। বরং সেই শাস্তি আমাকে নতুন দর্শন শিখিয়েছে। পার্টি, নেশা, হৈ-হুল্লোড় তো অনেক হলো। এবার একটু ঘরের দিকে মন দিই। ওইসব এখন পুরনো হয়ে গেছে। ওইসব ছাড়াও জীবনটা অনেক সুন্দর। অনুষ্ঠানের শেষে এসে লোহানের সব কথা শুনে এর উপস্থাপক নতুন লোহানকে ‘নিষ্পাপ এবং সুবোধ’ বলে আখ্যায়িত করেন। লোহান অনুষ্ঠানের শেষে বলেন, এখনও আমার কঠিন রাস্তার শেষ হয়নি। আরও অনেক দূর যেতে হবে। নিজেকে প্রমাণ করতে হবে।
লোহান আরও বলেন, ওই সব এখন একঘেয়ে লাগে। তবে, এর মানে এই না যে, আদালতের শাস্তি আমাকে বন্ধুদের সঙ্গে মেলামেশা থেকেও বিরত করে রেখেছে। বরং সেই শাস্তি আমাকে নতুন দর্শন শিখিয়েছে। পার্টি, নেশা, হৈ-হুল্লোড় তো অনেক হলো। এবার একটু ঘরের দিকে মন দিই। ওইসব এখন পুরনো হয়ে গেছে। ওইসব ছাড়াও জীবনটা অনেক সুন্দর। অনুষ্ঠানের শেষে এসে লোহানের সব কথা শুনে এর উপস্থাপক নতুন লোহানকে ‘নিষ্পাপ এবং সুবোধ’ বলে আখ্যায়িত করেন। লোহান অনুষ্ঠানের শেষে বলেন, এখনও আমার কঠিন রাস্তার শেষ হয়নি। আরও অনেক দূর যেতে হবে। নিজেকে প্রমাণ করতে হবে।
No comments