কোরআন পোড়ানোর ঘটনায় বিচার নাও হতে পারে ৫ মার্কিন সেনার
আফগানিস্তানে ন্যাটোর বাগরাম বিমান ঘাঁটিতে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় জড়িত ৫ মার্কিন সেনা বিচারের সম্মুখীন হবে না বলে মনে করা হচ্ছে। এক মার্কিন সামরিক কর্মকর্তা বলেছেন, তদন্তে জানা গেছে উত্তর কাবুলে অবস্থিত ওই বিমান ঘাঁটির একটি কারাগার থেকে পবিত্র কোরআনের কপিগুলো সরিয়ে ফেলা হয়েছিল। কারণ, ওই কপিগুলোতে বেশ কিছু সন্ত্রাসী বার্তা ছিল। কোরআনের কপিগুলো নিরাপদে সংরক্ষণের জন্য ন্যাটো বাহিনীর একটি কার্যালয়ে রাখা হয়। কিন্তু কয়েকজন সেনা সদস্য কোরআনের ওই কপিগুলো অপ্রয়োজনীয় সামগ্রী মনে করে সেগুলো অন্য আবর্জনার সঙ্গে বাইরে ময়লা ফেলার স্থানে ফেলে দেয়। পরে বর্জ্য মনে করে তাতে আগুন ধরিয়ে দেয়ার পর সেগুলো পবিত্র কোরআন বলে শনাক্ত করে আফগানিস্তানের কয়েকজন কর্মচারী। কোন হীন উদ্দেশ্য না থাকায় কোরআন পোড়ানোর ঘটনায় অভিযুক্ত ৫ সেনার নাম প্রকাশ করা হবে না। তাদেরকে বিচারের মুখোমুখি করা নাও হতে পারে। তবে এ অসতর্কতার শাস্তি হিসেবে তারা পদ হারাতে পারে। এ খবর দিয়েছে এনডিটিভি।
No comments