রিহ্যাব ফেয়ার শুরু কাল

রিবেশবান্ধব, নিরাপদ ও ঝুঁকিমুক্ত নগরায়নের লক্ষ্য নিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে রিহ্যার ফেয়ার-২০১১। পাঁচ দিনব্যাপী আবাসন খাতের এ সর্ববৃহৎ মেলা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রিহ্যাবের সাধারণ সম্পাদক


মুরাদ ইকবাল চৌধুরী। এ সময় রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি সুলতানা শাহেদা ইসলাম, সহ-সভাপতি আবদুর রহিম খান, মেলার আহ্বায়ক রবিউল হক, সংগঠনের পাবলিকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রকৌশলী এম আনিসুজ্জামান ভূঁইয়া রানা উপস্থিত ছিলেন।
মুরাদ ইকবাল চৌধুরী বলেন, রাজউক বা অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার অনুমোদনহীন কোনো আবাসন প্রকল্পকে এবারের মেলায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। কোনো কোম্পানি অনুমোদনহীন প্রকল্প নিয়ে মেলায় অংশ নিলে তাদের স্টল বরাদ্দ বাতিলের পাশাপাশি পরবর্তী দু'বছর রিহ্যাব ফেয়ারে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ সংযোগের অচলাবস্থা, উৎসে আয়কর বৃদ্ধি, সোলার প্যানেল স্থাপনসহ নানা কারণে দেশের আবাসন খাত সংকটময় সময় পার করছে। এর মধ্যেও অনেকে এ খাতে বিনিয়োগ নিয়ে আসছেন। তিনি এ খাতে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় ২৮৩টি স্টল থাকবে। এর মধ্যে ২৮১টি স্টল আবাসন কোম্পানির। আর দুটি স্টল অর্থ লগি্নকারী প্রতিষ্ঠানের। এসব স্টলে কোন কোম্পানির কোথায় কী ধরনের প্লট বা ফ্ল্যাট রয়েছে তার বিস্তারিত তথ্যের পাশাপাশি প্লট বা ফ্ল্যাট বুকিং দেওয়ার সুবিধাও থাকছে। এবারের মেলায় ২৫টি প্রতিষ্ঠান কো-স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের মেলা উদ্বোধন করার কথা রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন থাকবে র‌্যাফেল ড্র।

No comments

Powered by Blogger.