গল্প যখন আগামীর পথ চলার by অভিজিৎ চক্রবর্তী
সুহৃদ সমাবেশের আগামী দিনের পথচলা নিয়ে মহাসমাবেশের পর্বে পর্বে আলোচনা হয়। প্রথম পর্বে সমকালের ফিচার সম্পাদক মাহবুব আজীজ সুহৃদ সমাবেশের নতুন বছরটিকে সুষ্ঠু পরিকল্পনার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি সুহৃদদের সামাজিক, সাংস্কৃতিক কাজের পাশাপাশি নিজেদেরকে কর্মমুখী হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন। এ ব্যাপারে সঠিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি।
তার বক্তব্যের রেশ ধরে শুরু হয় গুরুত্বপূর্ণ পর্ব সাংগঠনিক আলোচনা। এ পর্বের সভাপতিত্ব করেন সমকাল ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান। আলোচক ছিলেন সমকালের সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্ত। আবু সাঈদ খান বলেন, ইচ্ছা থাকলে কোনো প্রতিবন্ধকতাই বাধা হয়ে দাঁড়ায় না। সুহৃদদের তারুণ্যের জোর আগামীতে এ সংগঠনকে বহুদূর নিয়ে যাবে। এজন্য প্রয়োজন নিজেদেরকে সংগঠিত করা। যোগ্য করে গড়ে তোলা। আমাদের চেতনায় সংগঠন থাকতে হবে। ভালো সংগঠনের অভাবে অনেক বড় অর্জন অসম্ভব হয়ে পড়ে বলে তিনি উল্লেখ করেন। মহাসমাবেশে উপস্থিত দেশের বিভিন্ন প্রান্তের সুহৃদরা এ সাংগঠনিক আলোচনায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি কাজী মোবারক হোসেন। তিনি তার সংগঠনের কর্মকাণ্ড এবং সুহৃদদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের কথা তুলে ধরেন। মিরপুরের সুহৃদ মাহমুদুল হাসান রানা বলেন, সংগঠনই পারে আমাদেরকে প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদেরকে টিকিয়ে রাখতে। দেশের অন্যান্য শাখার সুহৃদরা তাদের দাবি-দাওয়া ও পরামর্শের কথা তুলে ধরেন। তারা বলেন, তারা নিজেরা সচেতন থেকে অন্যদেরও সচেতন করার চেষ্টা করছেন। সঙ্গে সঙ্গে সত্য ও ন্যায়ের পথে থেকে সামগ্রিক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেন। এ বিষয়ে তারা সমকাল সুহৃদ সমাবেশের কেন্দ্রীয় কমিটির সহযোগিতার আশ্বাস পান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সুহৃদের সাধারণ সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন। নড়াইল সুহৃদের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাপ্পী, সাতক্ষীরা সুহৃদের সাধারণ সম্পাদক নাজমুল হক, শ্রীপুুর সুহৃদের সহ-সভাপতি ইকবাল আহমেদ, সাদুল্যাপুর সুহৃদের আবদুল আনোয়ার, চাঁদপুর সুহৃদের অর্থ সম্পাদক আবু সায়েম, আনোয়ার হোসেন খান আল-আমিন, টাঙ্গাইল সুহৃদের সাধারণ সম্পাদক আবুল হোসেন মানিক, চিতলমারী সুহৃদ পঙ্কজ, সদরপুরের সুহৃদ এম এম শাজাহান, সিলেট সুহৃদের সভাপতি রাজকুমার দাস, গোপালগঞ্জের সুহৃদ মোশাররফ হোসেন, মাধবপুর সুহৃদের উপদেষ্টা কাওসার আহমেদ, পঞ্চগড় সুহৃদের মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও সুহৃদের রবিউল ইসলাম, লালমনিরহাটের মোতাহেরুল ইসলাম, পাটগ্রামের মোয়াজ্জিম হোসেন, কুড়িগ্রামের ওয়াহিদুন্নবী সাগর, চিলমারীর এসএম ইত্তেশামুল হুদা, রংপুরের কায়সার আলম, পার্বতীপুরের মাহমুদুর রহমান, গাইবান্ধার জাহাঙ্গীর আলম আজাদ, বগুড়ার ইসলাম রফিক, নওগাঁর ফিরোজ রায়হান, নাটোরের নাইমুর রহমান, রাজশাহীর আহসান কবির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তানিয়া পারভীন. ঈশ্বরদীর আল আমীন, কুষ্টিয়ার অভিজিৎ সিংহ রায়, খোকসার মনিরুল ইসলাম মনি, মাগুরার লিটন ঘোষ জয়, চাঁদপুর সুহৃদের সভাপতি পীযূষ কান্তি রায়, খুলনা সুহৃদের সভাপতি বাবু। সুহৃদরা তাদের মতামত তুলে ধরেন। এরপর শুরু হয় সেরা সংগঠনের পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেরা ১২টি শাখাকে তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের মূল্যায়নের ভিত্তিতে পুরস্কৃত করা হয়। সেরা সংগঠনের পুরস্কারে চট্টগ্রাম সুহৃদ সমাবেশ, সিলেটের দুটি জেলা শাখা, ঈশ্বরদী সুহৃদ সমাবেশ, বগুড়া সুহৃদ সমাবেশ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংগঠন পুরস্কার গ্রহণ করে। এ সংগঠনগুলোর হাতে পুরস্কার তুলে দেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। সংগঠনের নেতারা তাদের সদস্যদের নিয়ে মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করেন এবং তরুণ এ সুহৃদরা দেশের মহাশক্তি কোনো বাধাই যাতে বাধা না হয়ে ওঠে এ চেতনায় এগিয়ে যাওয়ার অভিমত ব্যক্ত করেন।
সুহৃদ, ঢাকা কলেজ
সুহৃদ, ঢাকা কলেজ
No comments