বুদ্ধিজীবী দিবসের আলোচনায় বিএনপি নেতারা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস পাল্টে দিতে চায় আ'লীগ

দেশীয় কিছু 'কুলাঙ্গার'-এর সহায়তায় হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, স্বাধীনতার পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা হত্যাকারীদের বিচার করেনি। তাদের সাধারণ ক্ষমা করেছিল। এখন তারা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস পাল্টে দিতে চাইছে। গতকাল মঙ্গলবার একাধিক অনুষ্ঠানে দলের নেতারা এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন


বলেন, স্বাধীনতার পর ক্ষমতায় এসে আওয়ামী লীগ হত্যাকারীদের বিচার না করে সাধারণ ক্ষমা করেছিল। আওয়ামী লীগ নিজেদের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দাবি করলেও মুক্তিযুদ্ধের সময় তারা কলকাতার থিয়েটার স্ট্রিটে ছিল।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এ আলোচনার আয়োজন করে।
সংগঠনের আহ্বায়ক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাবির সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, সাংবাদিক আতাউস সামাদ, ঢাবির সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, শামসুজ্জামান দুদু প্রমুখ।
অপর এক আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশীয় কিছু কুলাঙ্গারের সহায়তায় হানাদার বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। আজ লাখো শহীদের রক্ত আর মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা হারিয়ে যাচ্ছে। তাই আর ঘরে বসে থাকার সময় নেই। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ জিয়া স্মৃতি সংসদ এ আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনের সভাপতি এমএ মান্নান জমাদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ড. মাহবুব উল্লাহ, জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমীন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম খান প্রমুখ।

No comments

Powered by Blogger.