গোলাম আযমকে গ্রেফতার ও ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান সেক্টর কমান্ডারস ফোরাম
অবিলম্বে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে গ্রেফতার করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম। একই সঙ্গে যুদ্ধাপরাধের বিচার দ্রুত শেষ করতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবিও জানিয়েছেন ফোরাম নেতারা। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি এ কে খন্দকার বীরউত্তম বলেন, আমরা চাই গোলাম আযমকে এ মুহূর্তে
গ্রেফতার করা হোক। সরকার দ্রুত তাকে গ্রেফতার করবে বলে আমরা আশাবাদী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের যুগ্ম মহাসচিব হারুন হাবিব। উপস্থিত ছিলেন মহাসচিব এম হারুন অর রশীদ, সভাপতিম লীর সদস্য সি আর দত্ত বীরউত্তম, আবু ওসমান চৌধুরী ও ফোরামের সহ-সভাপতি সারওয়ার আলী। এ কে খন্দকার বলেন, যুদ্ধাপরাধের বিচার শেষ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বিচার আরও দ্রুত করতে হবে। এ জন্য ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে। ট্রাইব্যুনালে সালাহউদ্দিন কাদের চৌধুরীর দেওয়া সাতটি শর্তের ব্যাপারে তিনি বলেন, কে ক'টি শর্ত দিল সেটি বিবেচ্য বিষয় নয়। আমাদের অস্থির হওয়ার কোনো কারণ নেই। বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের ট্রাইব্যুনাল বন্ধের দাবি সম্পর্কে এ কে খন্দকার বলেন, এ দাবি যে বা যারা করেন তাদের জাতি ঘৃণা করবে। সংবাদ সম্মেলনে ফোরামের বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে_ আজ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে বিকেল ৪টায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং ১৬ ডিসেম্বর বিকেল ৪টা ৩১ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের সামনে প্রতীকী অনুষ্ঠানে '৭১-এ পাক বাহিনীর আত্মসমর্পণের চিত্র তুলে ধরা।
No comments