হঠাৎ নাটক-সাকিব-তামিম-শোয়েব ভিক্টোরিয়ায়!
সবকিছু ঠিকঠাক ছিল। গতকাল সকালের দিকে বেশ ফুরফুরে মেজাজে লুৎফর রহমান বাদল জানিয়েছিলেনও, 'কাল (আজ) বেশ ধুমধাম করে দলবদল করতে যাব।' তাদের দলবদলে উপস্থিত থাকার জন্য ঘনিষ্ট কয়েকজন সাংবাদিককে দাওয়াতও দিয়েছিলেন এ ক্রিকেট সংগঠক। গতকাল সারাদিন বেশ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলেও প্রচার করা হয়, মোহামেডান ছেড়ে সাকিব-তামিম-শোয়েব মালিকদের নিয়ে সূর্যতরুণে পাড়ি জমাচ্ছেন মোহামেডানের ক্রিকেট
কমিটির সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল; কিন্তু গতকাল বিকেলের দিকে আচমকা বদলে যায় হাওয়া। বাতাসে খবর রটে যায়, সূর্যতরুণে নয়, সাকিব-তামিমদের নিয়ে ভিক্টোরিয়ায় যাচ্ছেন বাদল। জানা গেছে, গতকাল বিকেলে দল পরিচালনা নিয়ে সূর্যতরুণের কর্মকর্তাদের সঙ্গে হঠাৎই দ্বন্দ্ব সৃষ্টি হয় বাদলের। এরপরই ভিক্টোরিয়ার সঙ্গে যোগাযোগ করেন তিনি। সন্ধ্যার পর বাদলের সঙ্গে ভিক্টোরিয়ার কর্মকর্তাদের এক দফা বৈঠক হয়। সেখানে গ্রিন সিগন্যাল দেওয়া হয় বাদলকে। গতকাল রাতে বিষয়টি নিয়ে মোহামেডানের সাবেক ক্রিকেট চেয়ারম্যানের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসার কথা রয়েছে ভিক্টোরিয়ার। সেখানে সবকিছু চূড়ান্ত হবে বলে জানা গেছে। আজ সকালে ভিক্টোরিয়া ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এবং সবকিছু ঠিকঠাক থাকলে আজ বিকেলেই সাকিব-তামিমরা ভিক্টোরিয়াতে নাম লেখাচ্ছেন। মোহামেডানের কর্মকর্তারা তার প্রস্তাবে সাড়া না দেওয়ার পরই ভিক্টোরিয়ার সঙ্গে যোগাযোগ করেছিলেন বাদল; কিন্তু তখন আলোচনা আর বেশিদূর এগোয়নি। সূর্যতরুণের সঙ্গে ঝামেলা হওয়ার পর গতকাল আবার নতুন করে ভিক্টোরিয়ার সঙ্গে যোগাযোগ করেন লুৎফর রহমান বাদল। এদিকে সূর্যতরুণ ক্লাবের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, 'বিকেলে বাদলের সঙ্গে কিছু একটা হয়েছে। তবে বিষয়টা সমাধানযোগ্য। আমরা আশা করছি, আজ সাকিব-তামিমরা সূর্যতরুণের পক্ষে নাম লেখাবে।'
গভর্নিংবডির চেয়ারম্যান হওয়ার শর্তেই সাকিব-তামিমকে নিয়ে সূর্যতরুণে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বাদল। কিন্তু গতকাল বিকেলে ক্লাব পরিচালনায় গভর্নিংবডির অবস্থান নিয়ে মতানৈক্য সৃষ্টি হওয়ায় সূর্যতরুণে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। মোহামেডান ছাড়ার বিষয়ে তিন দিন আগে সমকালের প্রতিনিধির কাছে তিনি বলেছিলেন, 'মোহামেডানের নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রস্তাব দিয়েছিলাম সাকিব-তামিমদের রেখে দেওয়ার জন্য। বলেছিলাম, আমি ওদের অগ্রিম দিয়েছি। আমার টাকাগুলো আমাকে দিয়ে দিন, ওরা মোহামেডানেই খেলবে। মোহামেডানের কর্মকর্তারা অগ্রিম হিসেবে আমার দেওয়া এক কোটি টাকা পরিশোধে সম্মত হননি।'
এদিকে সূর্যতরুণে যাওয়ার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল তামিমের কথায়ও, 'বাদল ভাইয়ে সঙ্গে আগামী মৌসুমের চুক্তিটা আগেই করে রেখেছিলাম। সে কারণেই উনি যেখানে বলবেন, আমি বা আমরা কয়েকজন ক্রিকেটার আছি, তারা সেখানেই খেলব। তা ছাড়া তার মতো কমিটমেন্ট রজায় রাখা ক্রীড়া সংগঠক আমি খুব কমই দেখেছি।' সাকিব-তামিমের সঙ্গে মোহামেডানের হয়ে গত মৌসুমে খেলা জহিরুল ইসলাম অমি, মোশারফর হোসেন রুবেল, সাবি্বর রুম্মন, মুক্তার আলী, তারেক আজিজ, আরমানেরও সূর্যতরুণে যোগ দেওয়ার কথা ছিল। সে সঙ্গে বিদেশি পাঁচ ক্রিকেটারের কোটায় শোয়েব মালিকের সঙ্গে ওয়াহাব রিয়াজ, আহমেদ সাজ্জাদ, মনোজ তেওয়ারি, পল ভালথ্যাতির মতো ইনফর্মরাও; কিন্তু সবাই এখন ভিক্টোরিয়ায় পাড়ি জমাচ্ছেন।
ইমরুলকে ছেড়ে দিচ্ছে আবাহনী
ফর্মে না থাকায় জাতীয় দলে অবস্থানটা নড়বড়ে হয়ে গেছে তারকা ওপেনার ইমরুল কায়েসের। বিশ্বকাপের পর থেকে বড় রান পাচ্ছেন না এই বাঁ-হাতি। এ রান না পাওয়া তার ক্লাব ক্যারিয়ারেও প্রভাব ফেলছে। আগামী মৌসুমে ইমরুলকে ছেড়ে দিচ্ছে আবাহনী। পুলের ইলিয়াস সানি এবং মাহমুদুল্লাহকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। এ ছাড়া নতুন দলে টানছে ফজলে রাবি্ব, কামরুল ইসলাম রাবি্ব এবং ফরহাদ রেজাকে। জানা গেছে, আজ দলবদলের আনুষ্ঠানিকতা শেষ করবে আবাহনী। এদিকে আজ এবং আগামীকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রিমিয়ার ক্রিকেট লীগের দলবদল অনুষ্ঠিত হবে।
গভর্নিংবডির চেয়ারম্যান হওয়ার শর্তেই সাকিব-তামিমকে নিয়ে সূর্যতরুণে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বাদল। কিন্তু গতকাল বিকেলে ক্লাব পরিচালনায় গভর্নিংবডির অবস্থান নিয়ে মতানৈক্য সৃষ্টি হওয়ায় সূর্যতরুণে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। মোহামেডান ছাড়ার বিষয়ে তিন দিন আগে সমকালের প্রতিনিধির কাছে তিনি বলেছিলেন, 'মোহামেডানের নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রস্তাব দিয়েছিলাম সাকিব-তামিমদের রেখে দেওয়ার জন্য। বলেছিলাম, আমি ওদের অগ্রিম দিয়েছি। আমার টাকাগুলো আমাকে দিয়ে দিন, ওরা মোহামেডানেই খেলবে। মোহামেডানের কর্মকর্তারা অগ্রিম হিসেবে আমার দেওয়া এক কোটি টাকা পরিশোধে সম্মত হননি।'
এদিকে সূর্যতরুণে যাওয়ার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল তামিমের কথায়ও, 'বাদল ভাইয়ে সঙ্গে আগামী মৌসুমের চুক্তিটা আগেই করে রেখেছিলাম। সে কারণেই উনি যেখানে বলবেন, আমি বা আমরা কয়েকজন ক্রিকেটার আছি, তারা সেখানেই খেলব। তা ছাড়া তার মতো কমিটমেন্ট রজায় রাখা ক্রীড়া সংগঠক আমি খুব কমই দেখেছি।' সাকিব-তামিমের সঙ্গে মোহামেডানের হয়ে গত মৌসুমে খেলা জহিরুল ইসলাম অমি, মোশারফর হোসেন রুবেল, সাবি্বর রুম্মন, মুক্তার আলী, তারেক আজিজ, আরমানেরও সূর্যতরুণে যোগ দেওয়ার কথা ছিল। সে সঙ্গে বিদেশি পাঁচ ক্রিকেটারের কোটায় শোয়েব মালিকের সঙ্গে ওয়াহাব রিয়াজ, আহমেদ সাজ্জাদ, মনোজ তেওয়ারি, পল ভালথ্যাতির মতো ইনফর্মরাও; কিন্তু সবাই এখন ভিক্টোরিয়ায় পাড়ি জমাচ্ছেন।
ইমরুলকে ছেড়ে দিচ্ছে আবাহনী
ফর্মে না থাকায় জাতীয় দলে অবস্থানটা নড়বড়ে হয়ে গেছে তারকা ওপেনার ইমরুল কায়েসের। বিশ্বকাপের পর থেকে বড় রান পাচ্ছেন না এই বাঁ-হাতি। এ রান না পাওয়া তার ক্লাব ক্যারিয়ারেও প্রভাব ফেলছে। আগামী মৌসুমে ইমরুলকে ছেড়ে দিচ্ছে আবাহনী। পুলের ইলিয়াস সানি এবং মাহমুদুল্লাহকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। এ ছাড়া নতুন দলে টানছে ফজলে রাবি্ব, কামরুল ইসলাম রাবি্ব এবং ফরহাদ রেজাকে। জানা গেছে, আজ দলবদলের আনুষ্ঠানিকতা শেষ করবে আবাহনী। এদিকে আজ এবং আগামীকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রিমিয়ার ক্রিকেট লীগের দলবদল অনুষ্ঠিত হবে।
No comments