ফুরফুরে মেজাজে পাকিস্তান by রুবেল খান
খেলা পঞ্চম দিনে গড়ালে কালও মাঠে আসতে হতো বাংলাদেশ এবং পাকিস্তান দু'দলের ক্রিকেটারদের; কিন্তু ইনিংস ও ১৮৪ রানের ব্যবধানে চট্টগ্রাম টেস্টের নিষ্পত্তি হয়ে গেছে একদিন আগেই। এ কারণে কাল মাঠে আসার কথা ছিল না কারও। অথচ পাকিস্তানের মতো পেশাদার দলের হোটেলে বসে থেকে সময় অপচয় করার কথা নয়, ছিলও না। গতকাল সকালেই ব্যাট-প্যাড নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একটি সেশন কাটিয়ে এলেন মিসবাহরা।
তবে তাদের এই ঐচ্ছিক অনুশীলনে ছিল ফুরফুরে ভাব। কেউ স্ট্রেচিং করেছেন, কেউ নেটে বোলিং কিংবা ব্যাটিং প্র্যাকটিস করেছেন। আবার কেউ মাঠের পাশে ডাগআউটে বসে মজেছিলেন খোশগল্পে। একদিন আগে টেস্ট শেষ হওয়ায় পাকিস্তান দলের কয়েক কর্মকর্তা ঘুরে এলেন কক্সবাজার সমুদ্রসৈকত। টেস্টজয়ী দল হয়েও পাকিস্তান হোটেলে বসে না থেকে ব্যাট-প্যাড নিয়ে নেমে পড়েছিল অনুশীলনে। অথচ পরাজিত দল হয়েও সারাদিন হোটেলে কাটিয়ে দিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এ একটি জায়গাতেই মূল ব্যবধান বাংলাদেশ আর পাকিস্তানের। হারের ধকল কাটাতে যখন তাদের থাকার কথা ছিল মাঠে তখন বিশ্রামে তামিম-মুশফিকরা। যেন রাজ্য জয়ে ক্লান্ত-শ্রান্ত! শুধু মাঠের লড়াইয়েই নয়, চিন্তা-চেতনা এমনকি পেশাদারিত্ব_ সব দিক দিয়েই মিসবাহদের চেয়ে পিছিয়ে মুশফিকরা। পাকিস্তান দলের সাম্প্রতিক পারফরম্যান্সই তা বলে দেয়। বাংলাদেশ ও শ্রীলংকার বিপক্ষে দুটি সিরিজেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন তারা। অথচ কিছুদিন আগেও দলটি ম্যাচ ফিক্সিংসহ নানা কেলেঙ্কারিতে জর্জরিত ছিল।
No comments