বিজয়ের ৪০ বছর উপলক্ষে ওয়ালটনের নানা আয়োজন
স্বাধীনতার ৪০ বছরপূর্তি উপলক্ষে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পৃষ্ঠপোষকতায় 'বিজয়ের ৪০ বছর_ লাল সবুজের মহোৎসব' শিরোনামে ১৬ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে ওয়ান মোর জিরো কমিউনিকেশন। এ উপলক্ষে গত ১ ডিসেম্বর থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে প্রতিবাদ-প্রতিরোধ শিরোনামে কবিতা উৎসব দিয়ে শুরু হয় স্বাধীনতার ৪০ বছরপূর্তি অনুষ্ঠানমালা। দেশবরেণ্য কবি ও আবৃত্তি শিল্পীরা এতে অংশ নেন।
অনুষ্ঠানমালার ১১তম দিনে আজ সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শিরোনামে অনুষ্ঠানে স্বাধীন বাংলা কেন্দ্রের শিল্পীরা মুক্তিযুদ্ধের গান পরিবেশন করবেন। বিকেল সাড়ে ৪টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত। শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানমালার নানা দিক তুলে ধরেন ওয়ালটন গ্রুপের পরিচালক মিজানুর রহমান ও ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ওয়ান মোর জিরো কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস।
সংবাদ সম্মেলনে ওয়ালটন গ্রুপের পরিচালক মিজানুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের বিপর্যস্ত বাঙালির মনোবল জাগ্রত করতে এবং মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণার অন্যতম উৎস হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অনন্য কৃতিত্বের অধিকারী।
অনুষ্ঠানে কৌশিক হোসেন তাপস বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতেই বিজয়ের ৪০ বছর_ লাল সবুজের মহোৎসবের আয়োজন করা হয়েছে। আমাদের দেশের অন্যতম শিল্প পরিবার ওয়ালটন এ অনুষ্ঠানমালার প্রধান পৃষ্ঠপোষক। এ ছাড়া চ্যানেল আই মিডিয়া পার্টনার। ১৬ ডিসেম্বর সমাপনী দিনে দেশের বরেণ্য সঙ্গীতশিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।
সংবাদ সম্মেলনে ওয়ালটন গ্রুপের পরিচালক মিজানুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের বিপর্যস্ত বাঙালির মনোবল জাগ্রত করতে এবং মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণার অন্যতম উৎস হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অনন্য কৃতিত্বের অধিকারী।
অনুষ্ঠানে কৌশিক হোসেন তাপস বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরতেই বিজয়ের ৪০ বছর_ লাল সবুজের মহোৎসবের আয়োজন করা হয়েছে। আমাদের দেশের অন্যতম শিল্প পরিবার ওয়ালটন এ অনুষ্ঠানমালার প্রধান পৃষ্ঠপোষক। এ ছাড়া চ্যানেল আই মিডিয়া পার্টনার। ১৬ ডিসেম্বর সমাপনী দিনে দেশের বরেণ্য সঙ্গীতশিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।
No comments