ঢাকায় বিএনপির চার সমাবেশ-'ক্ষুদ্র দলীয় স্বার্থে ঢাকা ভাগ করা হয়েছে'
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার ক্ষুদ্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশের রাজধানী ঢাকা মহানগরীকে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে ঢাকাকে এক করা। গতকাল শনিবার বিকেলে বাড্ডা গুদারাঘাটের স্টাফ কোয়ার্টার মাঠে বাড্ডা থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।\ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ভাগ এবং
\ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ওপর হামলার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত পাঁচ দিনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল রাজধানীর চারটি স্থানে বিক্ষোভ সমাবেশ করে প্রধান বিরোধী দল বিএনপি।
বাড্ডায় সমাবেশে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, নিশ্চিত পরাজয় এড়াতে ডিসিসিকে বিভক্ত করেছে সরকার। কারণ মেয়র হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার যোগ্যতাকে বর্তমান সরকার ভয় পায়। তাঁর সঙ্গে আওয়ায়ী লীগের কোনো প্রার্থী জয়লাভ করতে পারবেন না। সেই ভয়েই সরকার ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করেছে।
ড. মোশাররফ বলেন, সরকারের এই ক্ষুদ্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশের রাজধানী ঢাকা মহানগরীকে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে ঢাকাকে এক করা। তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার ছাড়া ঢাকা বিভক্তির পক্ষে কেউ নেই। ঢাকা মহানগরীকে দিখণ্ডিত করে সংবিধানের ৫ অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছে। সংবিধানে বাংলাদেশের রাজধানী ঢাকা লেখা আছে। যানজট, বিদ্যুৎ, স্যুয়ারেজ, গ্যাস সমস্যা_এসব সিটি করপোরেশনের কাজ নয়। কাজেই সরকার যে বলছে জনগণের সেবা বাড়াতে ঢাকা দিখণ্ডিত করা হয়েছে, এটা সঠিক নয়।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আবদুস সালাম, সাইফুল আলম নীরব, শিরিন সুলতানা, আজিজুল বারী হেলাল প্রমুখ।
এদিকে গতকাল বিকেলে মহাখালীতে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ্ অভিযোগ করেন, বর্তমান আওয়ামী লীগ সরকার বিদেশি সহযোগিতায় দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি ক্ষমতায় এসে সরকারের এ ফ্যাসিস্ট কার্যকলাপের বিচার করবে।
ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের নেতা ড. এম ওসমান ফারুক, আবদুস সালাম প্রমুখ।
অন্যদিকে সূত্রাপুর ও গেণ্ডারিয়া থানা বিএনপির উদ্যোগে বিকেল ৩টায় দয়াগঞ্জ গোলচত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। এ ছাড়া মিরপুর, দারুস সালাম ও শাহ আলী থানা বিএনপির উদ্যোগে বিকেল ৩টায় চিড়িয়াখানা রোডের ঈদগাহ ময়দানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
No comments