শিল্পকলা একাডেমীতে বিজয় উৎসব
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ৪০ বছর উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মাসব্যাপী আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে ৮ দিনব্যাপী নাট্যোৎসব। এ উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, নাট্য উৎসবে নতুন দুটি নাটক মঞ্চে আসছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রযোজনা 'মুক্তি মুক্তি' ও চট্টগ্রামের উত্তরাধিকার নাট্যদলের 'মৃত্যুপাখী'। জাতীয় নাট্যশালার মূলমঞ্চে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উৎসবের উদ্বোধন করা হবে।
এরপর থাকছে থিয়েটার আর্ট ইউনিটের নাটক 'সময়ের প্রয়োজনে'। সন্ধ্যা ৭টায় পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাগরিক নাট্যাঙ্গনের 'সেই সব দিনগুলি'। একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে সন্ধ্যা ৭টায় রয়েছে সময় নাট্যদলের পথনাটক 'জননী বীরাঙ্গনা'। প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মঞ্চনাটক ও সন্ধ্যা সাড়ে ৫টায় পথনাটক মঞ্চায়ন করা হবে। ১২ ডিসেম্বর জাতীয় নাট্যশালায় লোকনাট্য দলের 'মুজিব মানে মুক্তি', এক্সপেরিমেন্টাল হলে নাট্যধারার 'বীরাঙ্গনার সাক্ষাৎকার'। একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে নাট্যধারার 'আবারও বাংলাদেশ' মঞ্চায়ন হবে। ১৩ ডিসেম্বর মঞ্চস্থ হবে জাতীয় নাট্যশালায় থিয়েটারের 'সাত ঘাটের কানা কড়ি'। পরীক্ষণ থিয়েটার হলে শব্দ নাট্যচর্চা কেন্দ্রের 'রাইফেল' ও স্টুডিও হলে স্ব্বপ্নদলের 'স্বাধীনতা সংগ্রাম' ও একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে দৃষ্টিপাত নাট্য সংসদের 'জোড়াতালি' মঞ্চস্থ হবে। ১৪ ডিসেম্বর জাতীয় নাট্যশালায় মহাকাল নাট্যসম্প্রদায়ের 'ঘুম নেই'। পরীক্ষণ থিয়েটার হলে রাজারবাগ পুলিশ লাইনের 'রাজারবাগ '৭১'। স্টুডিও থিয়েটার হলে ড্রামা ডট কমের 'জানালায়'। একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে থিয়েটারের 'বাহার' মঞ্চায়ন করা হবে। ১৫ ডিসেম্বর পরীক্ষণ থিয়েটার হলে পালাকারের 'রাইফেল'। স্টুডিও হলে শিল্পকলা একাডেমীর 'মুক্তি মুক্তি'। একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে থিয়েটারের 'আমরা সবাই চোর'। ১৬ ডিসেম্বর পরীক্ষণ থিয়েটার হলে ঐকিক থিয়েটারের 'ঠিকানা'। স্টুডিও হলে শিল্পকলা একাডেমীর 'মুক্তি মুক্তি'। একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে আরণ্যক নাট্যদলের 'আগুনের ডালপালা' মঞ্চস্থ হবে। এ ছাড়া প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় চিত্রশালা গ্যালারিতে মুক্তিযুদ্ধভিত্তিক শিল্পকর্ম প্রদর্শনী।
No comments