এক সপ্তাহেই বেড়েছে ১ টাকা ৬০ পয়সা-ডলারের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত

বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে টাকার বিপরীতে মার্কিন ডলারের দর বৃদ্ধির ধারা গত সপ্তাহেও অব্যাহত থাকতে দেখা যায়। গত সপ্তাহে আন্তঃব্যাংক মুদ্রা বাজারে সরাসরি লেনদেনে টাকার বিপরীতে মার্কিন ডলারের দর প্রায় ১ টাকা ৬০ পয়সা বৃদ্ধি পায়। গত সপ্তাহের শুরুতে প্রতি ডলার ৭৭ টাকা ০১ পয়সায় লেনদেন করলেও সপ্তাহের শেষে বৃহস্পতিবারে প্রতি ডলার ৭৮ টাকা ৬০ পয়সায় লেনদেন শেষ করেছে।


বৃহস্পতিবার এক দিনেই ডলারের দর বাংলাদেশি টাকার বিপরীতে প্রায় ৮০ পয়সা বেড়েছে। গত সপ্তাহের শেষ দিকে কলমানির সুদের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেতে দেখা যায়। সপ্তাহের শুরুতে ৬ দশমিক ২৫ থেকে ৮ দশমিক ৫০ শতাংশে লেনদেন শুরু করলেও সপ্তাহের শেষ দিন তা ২০ শতাংশে উন্নীত হতে দেখা যায়। কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সরবরাহ বন্ধ রাখা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বড় আকারের ফান্ড কলমানি বাজার থেকে বেরিয়ে যাওয়ার ফলে উদ্ভূত তারল্য সংকটে কলমানি হার বৃদ্ধি পায়। সিটিব্যাংক এনএ-এর সাপ্তাহিক মুদ্রা বাজার পর্যালোচনায় এসব তথ্য দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা বাজারে সপ্তাহের শুরুতে মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দর পড়ে যায়। রেটিং এজেন্সি স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর ইউরো জোনের দেশগুলোর ক্রেডিট রেটিং কমিয়ে দেওয়ার সম্ভাবনার কারণে এই দরপতন ঘটে। কিন্তু কিছুদিন পরে শুরু হতে যাওয়া ইউরোপিয়ান সামিটকে সামনে রেখে ইউরোর দর মার্কিন ডলারের বিপরীতে কিছুটা বেড়ে যায়। সবাই আশা করছে যে, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরের সতর্কবাণীর কারণে ইউরোপীয় শীর্ষনেতারা ইউরো জোনের সংকট মোকাবেলায় উপযুক্ত সিদ্ধান্ত নেবে।
গত সপ্তাহের দর বৃদ্ধির পর তেলের দাম সপ্তাহের শুরুতে পড়ে যায়। স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর ইউরো জোন দেশগুলোর ক্রেডিট রেটিং কমানোর সম্ভাবনা তেলের এই দাম কমে যাওয়ার কারণ। ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ওপেকের দ্বিতীয় বৃহৎ তেল উৎপাদনকারী দেশের সরবরাহে বাধা পড়ার শঙ্কা দেখা দিয়েছে। সপ্তাহের শেষের দিকে গুরুত্বপূর্ণ ইউরোপীয় সামিটকে সামনে রেখে তেলের দাম ১০৯ মার্কিন ডলারের উপরে উঠে আসে। গত সপ্তাহে এক মাসের মধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধির পর স্বর্ণের দাম সপ্তাহের শুরুতে ১ দশমিক ৫ শতাংশ পড়ে যায়। এই দরপতন গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। ইউরো জোনের দেশগুলোর ক্রেডিট রেটিং কমে যাওয়ার শঙ্কা থেকে এই দরপতন হয়। তবে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক সুদের হার কমানোর সম্ভাবনার খবরে স্বর্ণের মূল্য বৃদ্ধি ঘটে। ইউরোপীয় নেতাদের সংকট মোকাবেলায় সঠিক পদক্ষেপ নেওয়ার আশায় সপ্তাহ শেষে স্বর্ণের দাম ০.৫ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্সে ১,৭৩৮ মার্কিন ডলার।
গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে ১৮২ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের ৩০০ কোটি টাকার নিলাম অনুষ্ঠিত হয়েছে। ট্রেজারি বিলের এই নিলাম অনুষ্ঠিত হয় ৪ ডিসেম্বর যেখানে ওই মেয়াদের জন্য অন্তর্নিহিত সুদের হার ২০ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৯ দশমিক ১০ শতাংশে নির্ধারিত হয়েছে। অন্যদিকে গত সপ্তাহের ৫ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকে ৫০০ কোটি টাকার ৫ বছর মেয়াদি সরকারি ট্রেজারি বন্ডের নিলাম অনুষ্ঠিত হয়, যেখানে অন্তর্নিহিত সুদের হার ৮ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত থাকে।

No comments

Powered by Blogger.