জনসমুদ্রে... by আকাশ মামুন
গত একশ' বছরে জনসংখ্যা নিয়ে আশঙ্কা ও উদ্বেগের কমতি ছিল না কখনোই। তবুও শত দুর্ভাবনাকে পাশ কাটিয়ে জনসমুদ্র পৃথিবীকে যেন ভাসিয়ে দিয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। বরং জনসংখ্যার উর্ধ্বগতির দৌড়ে বিশ্বের অনেক দেশ থেকে এগিয়ে আমরা। আগামীকাল বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে ৭০০ কোটিতে। এ ভয়ানক জনসংখ্যা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর তৃতীয় বিশ্বের মানুষের অস্তিত্বের প্রতি এ যেন এক বিরাট অভিশাপ।
রাস্তা-ঘাট, বাস, ট্রেন আর লঞ্চে সর্বত্র মানুষ আর মানুষ। বিশাল জনসংখ্যার এই চ্যালেঞ্জ মোকাবেলায় এখনই তৈরি হতে হবে। আর সেই বিষয়টি মনে করিয়ে দিতেই রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে আয়োজিত হয়েছিলো '৭০০ কোটি জনসংখ্যার বিশ্বে বাংলাদেশ' শীর্ষক একক আলোকচিত্র প্রদর্শনী। এতে আলোকচিত্রী নাঈমুজ্জামান প্রিন্সের ৫৮টি ছবি স্থান পায়। প্রদর্শনীটি উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী।
No comments