তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে
চলতি মাসে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা
নেই। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। তবে মাসের শেষার্ধে
উত্তর ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি বজ্রঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া
অধিদফতর। আগামী তিন দিন তাপমাত্রা বাড়তেই থাকবে।
আবহাওয়া
অধিদফতর আরও জানায়, চলতি মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। মাসের
প্রথমার্ধে দেশের নদ-নদী অববাহিকায় এবং অন্যত্র সকালের দিকে হালকা থেকে
মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। ঢাকার স্বাভাবিক বৃষ্টিপাত ঢাকা
বিভাগে ২৯ মিলিমিটার, চট্টগ্রামে ২৪ মিমি, সিলেটে ৩৪ মিমি, রাজশাহীতে ১৮
মিমি, রংপুরে ১০ মিমি, খুলনায় ৩৫ মিমি ও বরিশাল বিভাগে ২৭ মিলিমিটার থাকতে
পারে। এভাবে আগামী মার্চ মাসেও সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত থাকতে
পারে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩ দিন মাঝারি/তীব্র
কালবৈশাখী/বজ্রঝড় ও দেশের অন্যত্র ৩ থেকে ৪ দিন হালকা/মাঝারি কালবৈশাখী/
বজ্রঝড় হতে পারে। ওই মাসে দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বেড়ে প্রায় ৩৬ ডিগ্রী
সেলসিয়া পর্যন্ত হতে পারে। তবে পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের তাপমাত্রা ৩৯
ডিগ্রী সেলসিয়াস হতে পারে।
No comments