আরও পাঁচজনের পরিচয় জানা যায়নি- আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ১৬ বাংলাদেশি নিহত
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গতকাল
সোমবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২২ জন নিহত হয়েছেন। এঁদের মধ্যে ১৬
জন বাংলাদেশি এবং একজন ভারতীয় বলে নিশ্চিত হওয়া গেছে।
বাকি পাঁচজনও বাংলাদেশি বলে প্রাথমিকভাবে ধারণা করছেন আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা।
খালিজ টাইমস এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, ৪০ আসনের একটি বাসে ৫৫ জন এশীয় নাগরিক কাজে যাচ্ছিলেন। বাসটি আবুধাবির আল আইন শহরে পৌঁছানোর পর কংক্রিটবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ওই দুর্ঘটনা ঘটে।
আরব আমিরাতে বাংলাদেশের শ্রম কাউন্সিলর লতিফুল হক কাজমি রাতে প্রথম আলোকে বলেন, ‘ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ২২ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বাসের যাত্রী। ঘটনার পর পুলিশ গিয়ে উদ্ধারকাজ শুরু করে। মরদেহগুলো হাসপাতালে রাখা হযেছে। এ পর্যন্ত আমরা ১৬ বাংলাদেশির পরিচয় নিশ্চিত হয়েছি। বাকি পাঁচজনকেও বাংলাদেশি বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আমরা তাঁদেরও পরিচয় জানার চেষ্টা করছি।’
আবুধাবি পুলিশের এক কর্মকর্তা বলেন, আহত ব্যক্তিদের স্থানীয় আল আইন ও তাওয়াম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক মহসিন চৌধুরী বলেন, ‘আবুধাবির দূতাবাসের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। শিগগিরই তাঁদের মরদেহ দেশে আনা হবে।’
খালিজ টাইমস এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানায়, ৪০ আসনের একটি বাসে ৫৫ জন এশীয় নাগরিক কাজে যাচ্ছিলেন। বাসটি আবুধাবির আল আইন শহরে পৌঁছানোর পর কংক্রিটবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ওই দুর্ঘটনা ঘটে।
আরব আমিরাতে বাংলাদেশের শ্রম কাউন্সিলর লতিফুল হক কাজমি রাতে প্রথম আলোকে বলেন, ‘ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ২২ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বাসের যাত্রী। ঘটনার পর পুলিশ গিয়ে উদ্ধারকাজ শুরু করে। মরদেহগুলো হাসপাতালে রাখা হযেছে। এ পর্যন্ত আমরা ১৬ বাংলাদেশির পরিচয় নিশ্চিত হয়েছি। বাকি পাঁচজনকেও বাংলাদেশি বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আমরা তাঁদেরও পরিচয় জানার চেষ্টা করছি।’
আবুধাবি পুলিশের এক কর্মকর্তা বলেন, আহত ব্যক্তিদের স্থানীয় আল আইন ও তাওয়াম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক মহসিন চৌধুরী বলেন, ‘আবুধাবির দূতাবাসের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। শিগগিরই তাঁদের মরদেহ দেশে আনা হবে।’
No comments