সিলেটে কম্পিউটার মেলা শুরু
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) উদ্যোগে সিলেটে পাঁচ দিনব্যাপী ডিজিটাল এক্সপো কম্পিউটার মেলা শুরু হয়েছে। গতকাল বুধবার নগরের রিকাবিবাজার এলাকায় সিলেট স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।
এ সময় তিনি বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ অনেকদূর এগিয়ে গেছে। এই খাতকে কাজে লাগাতে পারলে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, বিসিএসের ভারপ্রাপ্ত সভাপতি মঈনুল ইসলাম, বিসিএস সিলেট শাখার সাধারণ সম্পাদক মো. জয়নুল আক্তার চৌধুরী, আয়োজক কমিটির সমন্বয়কারী শফিক উদ্দিন আহমদসহ অনেকে।এনামুল কুদ্দুস চৌধুরী বলেন, তথ্যপ্রযুক্তিতে সিলেটের তরুণ সমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে এ মেলার আয়োজন। প্রযুক্তিতে মানুষের অংশগ্রহণে উৎসাহ ও মানসম্মত প্রযুক্তিসেবা পৌঁছে দেওয়া হচ্ছে মেলার প্রধান লক্ষ্য। মেলায় গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড আসুস ল্যাপটপে দিচ্ছে বিশেষ ছাড়। এ ছাড়া প্রতিটি আসুস ল্যাপটপ, ই পিসি নেটবুকের সঙ্গে থাকছে উপহার। মেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। মেলা সবার জন্য উন্মুক্ত। —নিজস্ব প্রতিবেদক, সিলেট
No comments