এবার ভেনিস উৎসবে যৌনতার ছড়াছড়ি
বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র উৎসব ৮০ বছর পূর্ণ করছে৷ কিন্তু প্রতিযোগিতার এই বাজারে টিকে থাকতে হিমশিম খেতে হচ্ছে ভেনিস-কে৷ এবারের উৎসবে ছবির বিষয়বস্তুর মধ্যে যৌনতা বিশেষ প্রাধান্য পাচ্ছে৷
সমস্যা কম নয়৷ ‘আর্টিস্টিক ডিরেক্টর’ মার্কো ম্যুলার ভেনিস উৎসব ছেড়ে রোম চলচ্চিত্র উৎসবের দায়িত্ব নিচ্ছেন৷ আবার এ বছর টোরন্টো চলচ্চিত্র উৎসবও অনুষ্ঠিত হচ্ছে প্রায়ই একই সময়ে৷ এই অবস্থায় ভেনিস উৎসবের নতুন প্রধান আলবার্তো বারবেরা সেরা তারকা ও চলচ্চিত্রগুলিকে ভেনিসে নিয়ে আসার চেষ্টা চালালেও এ বছর উপস্থিত থাকতে পারছেন না জর্জ ক্লুনি, অ্যাঞ্জেলিনা জোলি ও জনি ডেপ'এর মতো হলিউড তারকারা৷ তাদের বদলে দেখা যাবে অনেক উঠতি তারকাদের৷ জ্যাক এফ্রন ও শিয়া লাব্যোফ’র মতো তরুণ অভিনেতাদের সঙ্গে অবশ্য অতীতের তারকা রবার্ট রেডফোর্ড ও জুলি ক্রিস্টিদেরও দেখা যাবে৷
২৯ অগাস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ভেনিস চলচ্চিত্র উৎসব৷ উৎসবকে আকর্ষণীয় রাখতে আলবার্তো বারবেরা বেশ কিছু পদক্ষেপ নেয়ার চেষ্টা করছেন৷ এর মধ্যে রয়েছে প্রযোজকদের মধ্যে ছোট ছবির বাজার চালু করা৷
এ বছরের উৎসবের ছবিগুলির মধ্যে বিষয় হিসেবে যৌনতা ও ‘সায়েন্টোলজি’ ধর্মীয় সম্প্রদায় বিশেষ নজর কাড়ছে৷ পরিচালক ব্রায়ান ডিপালমা'র থ্রিলার ‘প্যাশন’, দক্ষিণ কোরিয়া পরিচালক কিম কি ডুক'এর ‘পিয়েটা’ এবং টেরেন্স ম্যালিক’র ‘টু দ্য ওয়ান্ডার’ ছবির মধ্যে যৌনতার বিভিন্ন দিক উঠে এসেছে৷
পরিচালক পল টমাস অ্যান্ডারসন'এর ‘দ্য মাস্টার’ ছবিটি নিয়ে সবচেয়ে বেশি জল্পনা-কল্পনা চলছে৷ ছবির বিষয়বস্তু এক ধর্মীয় ‘কাল্ট’ বা গোষ্ঠী৷ সরাসরি নাম না করলেও ‘সায়েন্টোলজি’ সম্প্রদায়ের চিত্রই এতে তুলে ধরা হয়েছে, এ বিষয়ে সমালোচকদের মনে কোনো সন্দেহ নেই৷ নির্মাতারা অবশ্য এই আপাত মিল নিয়ে তেমন মুখ খুলছেন না৷ সূত্র: রয়টার্স।
২৯ অগাস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ভেনিস চলচ্চিত্র উৎসব৷ উৎসবকে আকর্ষণীয় রাখতে আলবার্তো বারবেরা বেশ কিছু পদক্ষেপ নেয়ার চেষ্টা করছেন৷ এর মধ্যে রয়েছে প্রযোজকদের মধ্যে ছোট ছবির বাজার চালু করা৷
এ বছরের উৎসবের ছবিগুলির মধ্যে বিষয় হিসেবে যৌনতা ও ‘সায়েন্টোলজি’ ধর্মীয় সম্প্রদায় বিশেষ নজর কাড়ছে৷ পরিচালক ব্রায়ান ডিপালমা'র থ্রিলার ‘প্যাশন’, দক্ষিণ কোরিয়া পরিচালক কিম কি ডুক'এর ‘পিয়েটা’ এবং টেরেন্স ম্যালিক’র ‘টু দ্য ওয়ান্ডার’ ছবির মধ্যে যৌনতার বিভিন্ন দিক উঠে এসেছে৷
পরিচালক পল টমাস অ্যান্ডারসন'এর ‘দ্য মাস্টার’ ছবিটি নিয়ে সবচেয়ে বেশি জল্পনা-কল্পনা চলছে৷ ছবির বিষয়বস্তু এক ধর্মীয় ‘কাল্ট’ বা গোষ্ঠী৷ সরাসরি নাম না করলেও ‘সায়েন্টোলজি’ সম্প্রদায়ের চিত্রই এতে তুলে ধরা হয়েছে, এ বিষয়ে সমালোচকদের মনে কোনো সন্দেহ নেই৷ নির্মাতারা অবশ্য এই আপাত মিল নিয়ে তেমন মুখ খুলছেন না৷ সূত্র: রয়টার্স।
No comments