৩১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

৩১তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল রবিবার প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন পাঁচ হাজার ৪৮৯ জন। পিএসসির ওয়েবসাইটে (িি.িনঢ়ংপ.মড়া.নফ) ফল পাওয়া যাচ্ছে। এ ছাড়া টেলিটক মোবাইল থেকে ইঈঝ লিখে একটি স্পেস দিয়ে ৩১ লিখে আবার স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল পাওয়া যাচ্ছে।


পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলেও শূন্যপদের সংখ্যা কম হওয়ায় সকলকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা সম্ভব হয়নি। পদ স্বল্পতার কারণে উত্তীর্ণ যেসব প্রার্থীকে বিসিএস ক্যাডারে সুপারিশ করা সম্ভব হয়নি, তাদের ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০’ অনুযায়ী প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগের লক্ষ্যে প্রচেষ্টা গ্রহণ করা হবে। তবে এক্ষেত্রে নিয়োগের কোন নিশ্চয়তা দেয়া হচ্ছে না বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। গত বছরের ২৭ মে ৩১তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেন এক লাখ ৬৩ হাজার ৫০০ পরীক্ষার্থী। উত্তীর্ণ হন ১০ হাজার ২১২ জন । ২৬ সেপ্টেম্বর থেকে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জানুয়ারি ৩১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়, এতে ৬ হাজার ৮৮৪ জন উত্তীর্ণ হন। ৬ ফেব্রুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়। এর আগে প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রে গণিত বিষয়ে দুটি প্রশ্নে সঠিক উত্তর ছিল না বলে অভিযোগ উঠেছিল। চারটি উত্তরের মধ্যে একটিও সঠিক না হওয়ায় অধিকাংশ পরীক্ষার্থীই দুটি প্রশ্নের উত্তর দেয়নি। তবে সকলকেই দুটি প্রশ্নে পূর্ণ নম্বর দিয়ে দেয়া হয় বলে জানিয়েছে কর্মকর্তারা। দুই হাজার ১০৮টি সাধারণ, কারিগরি ও প্রফেশনাল ক্যাডারের শূন্যপদে নিয়োগের জন্য গত বছর ২৬ জানুয়ারি পিএসসি ৩১তম প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।

No comments

Powered by Blogger.