গুণীজন কহেন
সময় হলো ওষুধের মতো। বেশি হয়ে গেলে আপনার মৃত্যু ঘটবে। টেরি প্র্যাচেট, আইরিশ লেখক। যখন আপনার সন্তানেরা টিনএজার, তখন আপনার একটা কুকুর থাকা খুবই গুরুত্বপূর্ণ, যাতে করে আপনি বাড়ি ফেরার পর অন্তত কেউ একজন খুশি হয়।
নোরা এফরন, মার্কিন লেখিকা।
যৌবন ফিরে পাওয়ার জন্য আমি সব করতে পারি। শুধু ব্যায়াম, সকাল সকাল ওঠা, আর সম্মানিত হওয়া বাদে।
অস্কার ওয়াইল্ড, আইরিশ কবি।
প্লাস্টিক সার্জারি শিশু জন্মদানের মতো হওয়া উচিত, শুধু এ ক্ষেত্রে কোনো শিশু থাকবে না। আপনি যদি এর ফলাফলে সন্তুষ্ট হন, যাবতীয় ব্যথা ভুলে যাবেন এবং আবার করাতে চাইবেন।
রিটা রুডনার, মার্কিন অভিনেত্রী।
অবসাদের সময় গৃহপালিত প্রাণী অনেক কাজে আসে। অনাহারের সময়ও।
টেরি প্র্যাচেট, আইরিশ লেখক।
কোটস ডট কম অবলম্বনে
যৌবন ফিরে পাওয়ার জন্য আমি সব করতে পারি। শুধু ব্যায়াম, সকাল সকাল ওঠা, আর সম্মানিত হওয়া বাদে।
অস্কার ওয়াইল্ড, আইরিশ কবি।
প্লাস্টিক সার্জারি শিশু জন্মদানের মতো হওয়া উচিত, শুধু এ ক্ষেত্রে কোনো শিশু থাকবে না। আপনি যদি এর ফলাফলে সন্তুষ্ট হন, যাবতীয় ব্যথা ভুলে যাবেন এবং আবার করাতে চাইবেন।
রিটা রুডনার, মার্কিন অভিনেত্রী।
অবসাদের সময় গৃহপালিত প্রাণী অনেক কাজে আসে। অনাহারের সময়ও।
টেরি প্র্যাচেট, আইরিশ লেখক।
কোটস ডট কম অবলম্বনে
No comments