পেনিয়াকে বিজয়ী ঘোষণায় মেক্সিকোতে ব্যাপক বিক্ষোভ

মেক্সিকোতে গত সপ্তাহে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলের বিরুদ্ধে গত শনিবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। তাদের দাবি, নির্বাচন নিরপেক্ষ হয়নি, ভোট কেনাবেচা হয়েছে। নির্বাচন কমিশন শুক্রবার আনুষ্ঠানিকভাবে ইনস্টিটিউশনাল রেভল্যুশনারি পার্টির (পিআরআই) প্রার্থী এনরিক পেনিয়া নিয়েতোকে বিজয়ী ঘোষণা করে।


এরপরই প্রতিবাদে রাস্তায় নামে মানুষ। তবে ভোট-বাণিজ্যের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পেনিয়া। তাঁর প্রতিদ্বন্দ্বী লোপেজ ওব্রাদর ভোটের ফল আদালতে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন।
রাজধানী মেক্সিকো সিটিজুড়ে বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা 'পেনিয়া বের হয়ে যাও, পিআরআইহীন মেক্সিকো' বলে স্লোগান দেয়। বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীরা নির্দিষ্ট কোনো দলের সদস্য না। মূলত তরুণরাই বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভকারীরা জানান, দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে ব্যাপক প্রচারের জন্য প্রচুর অর্থ দেন পেনিয়া। এ ছাড়াও ভোটারদের মধ্যে একটি নামকরা সুপার মার্কেটে কেনাকাটার জন্য গিফট কার্ড দেওয়া হয়েছে। এরপর ওই সুপার মার্কেটে কার্ড হাতে ক্রেতাদের ভিড় লেগে যায়। পরে তীব্র সমালোচনার পরিপ্রেক্ষিতে ওই কার্ডগুলো বাতিল করে দেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, এ কারণেই কার্ড দিয়ে ভোট কিনতে সফল হয়েছেন পেনিয়া। নির্বাচন কমিশন গত শুক্রবার পেনিয়াকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করে। ১ জুলাইয়ের নির্বাচনে পেনিয়া ৩৮ দশমিক ২১ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বামপন্থী পার্টি অব দ্য ডেমক্র্যাটিক রেভল্যুশনের (পিআরডি) ওব্রাদর ৩১ দশমিক ৫৯ শতাংশ ভোট পেয়েছেন। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.