ভোলায় এসিড মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
এসিড নিক্ষেপের মামলার প্রধান আসামি মিরাজকে গ্রেপ্তার, অপরাধীদের সুষ্ঠু বিচার ও যত্রতত্র এসিড বিক্রি বন্ধের দাবিতে ভোলা সরকারি কলেজের সামনের সড়কে মানববন্ধন করেছেন ছাত্রছাত্রী ও সংস্কৃতিকর্মীরা। গতকাল রোববার বেলা ১১টার দিকে ২০ মিনিটব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে প্রথম আলোর ভোলা বন্ধুসভা।
৫ জুলাই রাতে ভোলার তজুমদ্দিন উপজেলার ফজিলাতুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী বিথী রানীকে (১৩) এসিডে ঝলসে দেয় বখাটেরা। সে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় বিথীর বাবা বাবুল চন্দ্র দাস তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। কিন্তু এখনো মামলার প্রধান আসামি মেরাজুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
মানববন্ধন শেষে সভায় বক্তারা বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি মেরাজকে ধরতে হবে, আসামিদের সুষ্ঠু বিচার করতে হবে। আজ থেকে আমরা এসিড-সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। ভোলায় যত্রতত্র এসিড বিক্রি করায় সন্ত্রাসীরা এর যথেচ্ছ ব্যবহার করছে।’
সভায় বক্তব্য দেন: ভোলা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, নাগরিক কমিটির সদস্য সচিব এস এম বাহাউদ্দিন, ভোলা কলেজ ছাত্রলীগের সভাপতি তৈয়বুর রহমান প্রমুখ।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ওই মামলায় আমরা দুজন আসামিকে ধরেছি। বাকিদের ধরার চেষ্টা করছি।’
মানববন্ধন শেষে সভায় বক্তারা বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি মেরাজকে ধরতে হবে, আসামিদের সুষ্ঠু বিচার করতে হবে। আজ থেকে আমরা এসিড-সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। ভোলায় যত্রতত্র এসিড বিক্রি করায় সন্ত্রাসীরা এর যথেচ্ছ ব্যবহার করছে।’
সভায় বক্তব্য দেন: ভোলা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, নাগরিক কমিটির সদস্য সচিব এস এম বাহাউদ্দিন, ভোলা কলেজ ছাত্রলীগের সভাপতি তৈয়বুর রহমান প্রমুখ।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ওই মামলায় আমরা দুজন আসামিকে ধরেছি। বাকিদের ধরার চেষ্টা করছি।’
No comments